দেখুন ভিডিও
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ নভেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের এসবি মোড় সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় জগদ্ধাত্রী পুজোয় যোগ দিতে আসেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি এবং হিরণ চট্টোপাধ্যায়। প্রাক্তন কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ওই পুজোর আয়োজন করা হয়ে থাকে। পুজোর উদ্বোধন করে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
‘সবচেয়ে বড় চোর উনি’, দুর্গাপুর থেকে নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন হিরণ। হাই কোর্টের রায় প্রসঙ্গে তিনি বলেন, ‘‘হাই কোর্ট এই সরকারকে পর পর গালে থাপ্পড় মেরেই চলেছে। আর সরকার থাপ্পড় খেয়েই চলেছে। কোনও লজ্জ্বা নেই!’’ এদিন এসেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিও। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।