কাঁকসায় দুর্গাপুজোর উদ্বোধনে এলেন অভিনেত্রী জয়াপ্রদা

কাঁকসায় দুর্গাপুজোর উদ্বোধনে এলেন অভিনেত্রী জয়াপ্রদা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার আন্তরিক মহিলা পুজো কমিটি আয়োজিত শারদোৎসবের উদ্বোধন করলেন অভিনেত্রী জয়াপ্রদা। কাঁকসা হাটতলায় গত ১২ বছর ধরে এই পুজো আয়োজিত হচ্ছে। প্রতি বছরই উল্লেখযোগ্য কোনও অভিনেত্রীকে এনে পুজোর উদ্বোধনে চমক দিয়ে থাকে পুজো কমিটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে পুজোর উদ্বোধন করেন জয়াপ্রদা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই প্রমুখ।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

জয়াপ্রদা জানান, দুর্গাপুজোয় যোগ দিতে পেরে তিনি মুগ্ধ। তিনি আরও জানান, ফৌজি নামের একটি হিন্দি সিনেমায় অভিনয় করছেন তিনি। শুটিং চলছে।পুজো কমিটির সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতিবছর তাঁরা তাঁদের পুজোর উদ্বোধনে বাংলা বা হিন্দি সিনেমার অভিনেত্রীদের কাউকে আনেন। পুজো উপলক্ষে চার দিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রতিবছরের মতো এবছরও কাঁকসা ব্লকে তাঁদের পুজো উল্লেখযোগ্য স্থান অধিকার করবে বলে আশা প্রকাশ করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

error: Content is protected !!