অবশেষে এডিডিএ-র উদ্যোগে ভোল বদলাচ্ছে মার্টিন লুথার কিং রোডের
একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বিধানগর এলাকার মার্টিন লুথার কিং রোডের একাংশের বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরে সরব ছিলেন স্থানীয়রা। পাশাপাশি, ওই রাস্তার ধারের বেহাল নিকাশি ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) সেই রাস্তার শুধু সংস্কার নয়, সম্প্রসারণ করে চার লেনের করার উদ্যোগ নিল। এজন্য প্রায় ১৪ কোটি টাকা ব্যয় করা হবে।
এডিডিএ সূত্রে জানা গিয়েছে, মার্টিন লুথার কিং রোডের পিসিবিএল রোটারি থেকে ইস্পাত পল্লী পর্যন্ত প্রায় ২ কিমি অংশ ৪ লেন করা হবে। রাস্তার পাশে পাকা নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হবে। এর ফলে এলাকার জল নিকাশি ব্যবস্থার উন্নতি হবে। রাস্তার মাঝে ডিভাইডার থাকবে। আলো লাগানো হবে। একই সঙ্গে ফাউন্টেন সহ অন্যান্য সৌন্দর্যায়নের কাজও হবে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
শনিবার প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস প্রমুখ। এদিনই ২৮ নম্বর ওয়ার্ডের সগড়ভাঙ্গা মুসলিম পাড়া অঞ্চলে পাকা নিকাশি নালা নির্মাণের শিলান্যাস করা হয়। আনুমানিক ১ কোটি টাকা ব্যয় হবে। পাশাপাশি, ২৯ নম্বর ওয়ার্ডের সগড়ভাঙ্গা রামকৃষ্ণায়ন সেবা সমিতির কাছেও পাকা নিকাশি নালা নির্মাণের শিলান্যাস করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


