দুর্গাপুরে এক দিনে প্রায় ৩ কোটি টাকার প্রকল্পের সূচনা করল এডিডিএ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে এক দিনে প্রায় ৩ কোটি টাকা প্রকল্পের সূচনা করল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন নিগম (এডিডিএ)। এই প্রকল্পগুলিতে নিকাশি নালা (ড্রেনেজ চ্যানেল), সাংস্কৃতিক মঞ্চের শেড, রাস্তা এবং অন্যান্য কাজ অন্তর্ভুক্ত রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত এবং অন্যান্যরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এডিডিএ ২৫ নম্বর ওয়ার্ডের বিধাননগরের বিধান পার্কে ২ কোটি টাকা ব্যয়ে একটি ড্রেনেজ চ্যানেল নির্মাণ করবে। বিধাননগরে সেক্টর ২এ-তে বিধাননগর গ্রুপ হাউজিং কালচারাল শেড, এমএএমসি বি-২ এলাকার ভবতারিণী মন্দিরের কাছে একটি কমিউনিটি ভবন, এমএএমসির ই-টাইপ স্ট্রিটে কংক্রিটের রাস্তা এবং সিটি সেন্টারে নন-কোম্পানি হাউজিং অ্যাসোসিয়েশনে একটি কমিউনিটি ভবন তৈরি করা হবে। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এডিডিএ এলাকার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। চেয়ারম্যান কবি দত্তের ঐকান্তিক উদ্যোগে ধারাবাহিকভাবে কাজ হয়ে চলেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


