দুর্গাপুর: দুর্গাপুরের গান্ধীমোড় থেকে সিটি সেন্টার বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা দুই লেনের পরিবর্তে চার লেনের করা হবে। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) উদ্যোগে এই কাজ হবে। সেজন্য রাস্তার ধারে থাকা বহু গাছ সরানো দরকার। এডিডিএ এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন ঘোষ জানিয়েছেন, বন দফতরের অনুমতি নিয়ে অর্ধেক গাছ কাটা হচ্ছে। বাকি অর্ধেক গাছ সরিয়ে অন্যত্র প্রতিস্থাপন (ট্রি ট্রান্সপ্লান্ট) করা হচ্ছে। এই নয়া উদ্যোগের ফলে কিছু গাছ বেঁচে যাচ্ছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুরের গান্ধীমোড় থেকে সিটি সেন্টার বাসস্ট্যান্ড হয়ে এমএএমসি শিবমন্দির পর্যন্ত চার লেনের রাস্তা হবে। সিটি সেন্টার বাসস্ট্যান্ড থেকে ডিভিসি মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ হয়েছে। এবার গান্ধী মোড় থেকে সিটি সেন্টার বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তা সম্প্রসারণের উদ্যোগ শুরু হয়েছে। ওই রাস্তার পাশে বহু গাছ রয়েছে। এডিডিএ সূত্রে জানা গিয়েছে, বন দফতরের অনুমতি নিয়ে কিছু গাছ কাটা হয়েছে। আবার অনেক গাছ রাস্তার ধার থেকে শিকড় সমেত তোলা হচ্ছে। তারপর অন্য জায়গায় রোপণ করা হচ্ছে। অধিকাংশ দেবদারু, শাল, সেগুন গাছ না কেটে ‘ট্রি ট্রান্সপ্লান্ট’ করা হচ্ছে। এডিডিএ এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমন ঘোষ বলেন, “রাস্তা সম্প্রসারণের জন্য ৫০% গাছ কাটা হয়েছে। বাকি সমস্ত গাছ রাস্তার পাশ থেকে তুলে জঙ্গলের ধারে বসানো হচ্ছে। জল, সার দিয়ে সেই গাছগুলিকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।