সিটি সেন্টার ও বিধাননগরে দুটি রাস্তার আমুল সংস্কার ও সম্প্রসারণের কাজ হাতে নিল এডিডিএ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টার ও বিধাননগরে দুটি রাস্তার আমুল সংস্কার ও সম্প্রসারণের কাজ হাতে নিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)। সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে দুর্গাপুর সিনেমা হয়ে কবিগুরু জংশন পর্যন্ত আম্বেদকর সরণী চার লেনের রাস্তার কাজের সূচনা করা হয় রথযাত্রার দিন। ব্যয় হবে প্রায় প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পাশাপাশি বিধান নগরের ইমন কল্যাণ সরণির রাস্তার সংস্কার ও সম্প্রসারণের কাজেরও সূচনা হল এদিন। এই রাস্তা চার লেন করার জন্য ব্যয় হবে প্রায় সাড়ে ৬ কোটি টাকা। এদিন দুর্গাপুর সিনেমার সামনে কাজের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। কবি দত্ত বলেন, “যাতায়াত আরও সাবলীল করার জন্য, সাধারণ মানুষকে যাতে সমস্যায় পড়তে না হয়, সেজন্য দুটি রাস্তার সম্প্রসারণ করা হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

