মাইথনের পরে এবার দুর্গাপুরে ডিভিসি কার্যালয়ে তৃণমূলের ডেপুটেশন

পাল্টা ব্যারাজে অভিনব আন্দোলন বিজেপির
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পুজো মরসুমে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বন্যা পরিস্থিতির জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-কে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল। সম্প্রতি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাইথনে ডিভিসি-র মুখ্য কার্যালয়ে গিয়ে মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ডেপুটেশন জমা দেয় তৃণমূল। ডিভিসি-র আধিকারিকদের সঙ্গে বৈঠকও হয়।
মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার জন্যই বন্যায় দক্ষিণবঙ্গের মানুষ বিপদে পড়েন। তাই তিনি ডিভিসির কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচী করার নির্দেশ দিয়েছেন। শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে সাধুডাঙায় ডিভিসির কার্যালয়ে ডেপুটেশন দেয় তৃণমূল। ছিলেন আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটক, সেচ দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার।
মলয় ঘটক বলেন, ব্যারাজ তৈরির পরে কোনও দিন ড্রেজিং হয়নি। পলি জমে জমে সব জলাধারের জলধারণ ক্ষমতা কমে গিয়েছে। কেন্দ্র ড্রেজিং নিয়ে কোনও উচ্চবাচ্চ্য করছে না। মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, দামোদরের উপরে সাতটি জলাধার হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। পাঁচটি জলাধার নির্মাণ করা হয়েছে। ফলে বন্যা নিয়ন্ত্রণে সমস্যা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বুধবার দুপুরে দার্জিলিঙের প্রশাসনিক বৈঠক থেকে উত্তরবঙ্গে বন্যা বিপর্যয়ে ক্ষয়ক্ষতির খতিয়ান নিয়ে আলোচনা করার সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রকৃতিকে নিয়ে খেলা যায় না। নদীকে নিজের মতো বইতে দিতে হয়। হয় ড্রেজিং করো, নয়তো বাঁধ ভেঙে দাও।’’ মুখ্যমন্ত্রীর এই বাঁধ ভেঙে দেওয়ার মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি।
এদিন তৃণমূলের বিক্ষোভ সভার পাল্টা দুর্গাপুর ব্যারাজে জড়ো হন বিজেপি কর্মী, সমর্থকেরা। কটাক্ষ করে তাঁরা বলেন, কে জানে! হয়তো মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রীরা এসেছেন ব্যারাজের বাঁধ ভেঙে দিতে। আমরা তাই ব্যারাজ পাহারা দিচ্ছি। উপস্থিত ছিলেন দলের জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ অন্যরা। অভিজিৎ বলেন, মুখ্যমন্ত্রী বাঁধ ভেঙে দেওয়ার উসকানি দিয়েছেন। আমরা তাই পাহারায় ব্যস্ত। পাল্টা মলয় ঘটক বলেন, আগে পলি তোলার ব্যবস্থা করুক বিজেপি। তারপরে অন্য কথা বলবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )