সাত বছর পর আদালতের রায়ে ভাইপোকে হারিয়ে জমি ফিরে পেলেন কাকা

জেসিবি দিয়ে অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দিল প্রশাসন
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সাত বছর পর কাকা ফিরে পেলেন তাঁর হারানো জমি। মামলায় ভাইপোকে হারিয়ে আদালতের নির্দেশে জমি ফিরে পেলেন তিনি।পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসা থানার বিরুডিহা গ্রামের সুকুমার কর্মকারের জমি জোর করে দখল করে রেখেছিল তাঁর ভাইপো নিরঞ্জন কর্মকার। জমি ফিরে পেতে আদালতে মামলা দায়ের করেন সুকুমার কর্মকার।
সাত বছর ধরে লড়াইয়ের পর অবশেষে মিলল জয়। শনিবার কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে নিরঞ্জন কর্মকারের অবৈধ বাড়ি জেসিবি দিয়ে ভেঙে সেই জমি সুকুমারের হাতে তুলে দেওয়া হয়। জমি দখলের দৃশ্য দেখতে এলাকার মানুষজন ভিড় করে। সুকুমারের মেয়ে দোলন কর্মকার বলেন, “এটা আমাদের পরিবারের দীর্ঘ প্রতীক্ষার জয়। সাত বছর ধরে লড়াইয়ের পর আজ আমাদের অধিকার ফিরে পেলাম।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সুকুমারবাবুর আইনজীবী কৃষ্ণেন্দু পাল বলেন, ”বাড়ির ভিত খোঁড়ার সময় সুকুমার বারণ করেছিলেন নিরঞ্জনকে। কিন্তু তিনি শোনেননি। জোর করে বাড়ি নির্মাণ করতে শুরু করেন। তৎকালীন ১৪৪ সিআরপিসি (১৬৩ বিএনএসএস) ধারায় মামলা করেন সুকুমার। আদালত প্রয়োজনীয় নির্দেশ দেয়। তা সত্বেও নিরঞ্জন থামেননি। সুকুমার তখন জমি উদ্ধারের মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে এদিন সেই অবৈধ নির্মাণ ভেঙে দিয়ে জমি তুলে দেওয়া হল প্রকৃত মালিকের হাতে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
