দুর্গাপুর দর্পণ, ৯ জুন ২০২৪: আগাম না জানিয়ে আচমকা ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অভিযোগ তুলে অভিভাবকেরা গত ২ জুন দুর্গাপুরের সিটি সেন্টারে সর্বভারতীয় বেসরকারি কোচিং সেন্টার, FIITJEE কর্তৃপক্ষকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ দেখান। সেই সমস্যা এখনও পুরোপুরি মেটেনি। শনিবার ফের তাঁরা বিক্ষোভ দেখান।
অভিভাবকেরা জানান, গত কয়েক মাস ধরেই ঠিকঠাক ক্লাস হচ্ছে না। তাঁদের অভিযোগ, উপযুক্ত বেতন না পেয়ে এখানকার শিক্ষকেরা কাজ ছেড়ে অন্য সংস্থায় যোগ দিয়েছেন। বিপাকে পড়েছে তাঁদের ছেলে-মেয়েরা। বিশেষ করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে। এদিনও কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন।
Breaking News: আচমকা বন্ধ হল Fiitjee, চরম বিপাকে ছাত্র-ছাত্রীরা
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।