দুর্গাপুর: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) ক্যান্টিন কর্মীদের ছাঁটাই ! প্রতিবাদে গেটের সামনে বিক্ষোভে ক্যান্টিন কর্মীরা। তাঁদের সঙ্গে যোগদান করেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক। দ্রুত কাজে ফিরিয়ে না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক।
জানা গিয়েছে, ২০০৩ সালে কেন্দ্রীয় প্রতিষ্ঠান রিজিওনাল ইঞ্জিনিয়ারিং (আরই) কলেজ এনআইটি-তে উন্নীত হয়। তখন আরই কলেজের হস্টেলের ক্যান্টিনের ৩৭ জন অস্থায়ী কর্মী হাইকোর্টে মামলা করেন স্থায়ীকরণের জন্য। বিক্ষোভকারীদের দাবি, “আমরা ৩৭ জন অস্থায়ী কর্মী স্থায়ীকরণের জন্য হাইকোর্টে মামলা করেছিলাম। বর্তমানে পাঁচ জনের মৃত্যু হয়েছে। সেই মামলায় আমরা জিতে যাই। এনআইটি কর্তৃপক্ষকে হাইকোর্টে হাজির দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়। কর্তৃপক্ষ হাইকোর্টে হাজির না দিয়ে ২০২৪ সালের শেষ দিকে আমাদের নামে দুর্গাপুর থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। তারপরেই আমাদের ১২ জনকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়। বাকিদের এপ্রিল মাসে কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। তারই প্রতিবাদে দশ দিন ধরে আমরা অবস্থান অনশন করছি। দ্রুত আমাদের কাজে পুনর্বহাল করা না হলে আমরণ অনশনের পথে হাঁটবো।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বিক্ষোভে শামিল হয়ে বিজেপি বিধায়ক বলেন, “এইভাবে কাউকে কাজ থেকে ছাঁটাই করা যায় না। কেন ছাঁটাই করা হল তা নিয়ে ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করব। দ্রুত যদি কাজে পুনর্বহাল করা না হয় তাহলে আমি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদারকে বিষয়টি জানাবো। তার পরেও সমস্যার সমাধান না হলে ছাঁটাই হওয়া কর্মীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের কটাক্ষ, “কেন্দ্রীয় সরকারের সংস্থা। সেখানেই কর্মীরা সুরক্ষিত নেই। কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে। আবার তাদের সাথে আন্দোলন করে নাটক করছেন বিজেপি বিধায়ক। আমরা ওই ছাঁটাই কর্মীদের পাশে আছি।” যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে এনআইটির ডিরেক্টর অরবিন্দ চৌবে বলেন, “বর্তমানে হস্টেলের ক্যান্টিনগুলি পড়ুয়ারা চালাচ্ছে। সংস্কারের কাজ হচ্ছে বলে কিছু ক্যান্টিনে এখন বন্ধ আছে। তবে আমাদের তরফ থেকে কাউকে বের করা হয়নি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।