
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সগড়ভাঙা শিল্পতালুকে এক বেসরকারি কারখানার বিরুদ্ধে দূষণের অভিযোগে সরব হয়েছেন এলাকাবাসী। বুধবার সন্ধ্যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল কারখানার সামনে বসে বিক্ষোভ শুরু করে দেন। তিনি বলেন, “ইএসপি মেশিন বন্ধ করে দূষণ রুখতে কারখানা কর্তৃপক্ষ ত্রিপল ব্যবহার করছেন। তবুও নজর নেই রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বুধবার সন্ধ্যায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ওই কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন ,”দূষণ নিয়ন্ত্রণের জন্য ইএসপি মেশিন চালানোর দরকার। কিন্তু সেই মেশিন বন্ধই রয়েছে। গোটা এলাকা দূষণে জর্জরিত হয়ে যাচ্ছে। দূষণ আটকাতে ত্রিপল ব্যবহার করছেন কারখানা কর্তৃপক্ষ।” কারখানার দুই অধিকারিককে সামনে বসিয়ে তুলোধোনা করেন বিধায়ক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
