দুর্গাপুরে ‘ওয়াট অরুণ’ মন্দিরের দ্বারোদ্ঘাটন বেনাচিতিতে! দেখুন ভিডিও

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপুজো এবারে পদার্পণ করল ৫৮তম বর্ষে। এবারের পুজোয় দর্শনার্থীদের জন্য বিশেষ চমক— থাইল্যান্ডের ব্যাংককের বিখ্যাত ‘ওয়াট অরুণ’ বা অরুণ মন্দিরের আদলে মণ্ডপ। দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী এই স্থাপত্যের রূপ ফুটিয়ে তুলছেন শিল্পী মৃণাল যেশু। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিমা ও আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে। বুধবার এই পুজোর উদ্বোধন হয়। দুঃস্থ বাচ্চাদের জামা-কাপড়ও দেওয়া হয়। তৃতীয়ার রাতেই মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
গত বছর এই কমিটির মণ্ডপ ছিল রাজস্থানের ঐতিহাসিক হাওয়া মহলের আদলে। আসল হাওয়া মহলের থেকেও উঁচু মণ্ডপ তৈরি করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। এবারও তাঁদের মণ্ডপ দুর্গাপুরে সেরার শিরোপা পাবে বলে আশা করছেন উদ্যোক্তারা। বুধবার পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পুন্নামবলম এস, মহকুমাশাসক সৌরভ চ্যাটার্জী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সমাজকর্মী পঙ্কজ রায় সরকার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
