ড্রোনে ধান চাষ: কাঁকসার মাঠে প্রযুক্তির বিপ্লব, ভর্তুকি সহ ড্রোন দেওয়া হচ্ছে চাষীদের

ড্রোনে ধান চাষ: কাঁকসার মাঠে প্রযুক্তির বিপ্লব, ভর্তুকি সহ ড্রোন দেওয়া হচ্ছে চাষীদের
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

মাত্র কয়েক মিনিটে স্প্রে, ধান চাষে নতুন দিগন্ত কাঁকসায়

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আকাশে ভেসে বেড়াচ্ছে আধুনিক প্রযুক্তির ড্রোন। আর সেই ড্রোন থেকে মুহূর্তের মধ্যেই ধানের সবুজ জমিতে ছড়িয়ে পড়ছে ওষুধের স্প্রে। ভবিষ্যতের কৃষি ব্যবস্থা চাষীদের চোখের সামনে এনে দিচ্ছে কৃষি দফতর। মঙ্গলবার দুপুরে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসা ব্লকের বিদবিহার গ্রাম পঞ্চায়েতের ফুলঝুড়ি এলাকায় এমনই এক দৃশ্য প্রত্যক্ষ করল গোটা গ্রাম।

কৃষি দফতরের উদ্যোগে আতমা প্রকল্প-এর মাধ্যমে এদিন কৃষকদের সামনে প্রদর্শন করা হয় ড্রোনের ব্যবহার। প্রায় সাত লক্ষ টাকা মূল্যের এই ড্রোন ভর্তুকিসহ কৃষকদের দেওয়া হচ্ছে। কৃষকের আর্থিক অবস্থান অনুযায়ী মিলবে ভর্তুকির পরিমাণ—কেউ পাবেন ৮০ শতাংশ, কেউ ৬০ শতাংশ, আবার কারও ক্ষেত্রে ৪০ শতাংশ। ড্রোনটির ধারণক্ষমতা ১০ লিটার। কৃষি দফতরের দাবি, মাত্র কয়েক মিনিটেই বিস্তীর্ণ জমিতে সমানভাবে স্প্রে ছড়িয়ে দিতে সক্ষম এই প্রযুক্তি। এতে যেমন সময় ও পরিশ্রম বাঁচবে, তেমনই কম খরচে অধিক ফসল উৎপাদন সম্ভব হবে।

স্থানীয় কৃষক জয়তু রুইদাস চোখের সামনে এই দৃশ্য দেখে বিস্ময় চেপে রাখতে পারেননি। তাঁর কথায়, “এমন স্প্রে আগে কোনওদিন দেখিনি। আজ দেখে মন ভরে গেল। এত দ্রুত কাজ হচ্ছে, অথচ আমাদের আলাদা করে কষ্টও করতে হচ্ছে না।” কাঁকসা কৃষি দফতরের ব্লক টেকনোলজি ম্যানেজার সারফরাজ হোসেন বলেন, “কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কীভাবে ড্রোন ব্যবহার করে স্প্রে করতে হয়। এর ফলে ওষুধের অপচয় হবে না, খরচও কমবে, উৎপাদন বাড়বে। কৃষকদের স্বাস্থ্যও সুরক্ষিত থাকবে, কারণ তাদের সরাসরি স্প্রের সংস্পর্শে আসতে হচ্ছে না। ভবিষ্যতে চাষীরা ঘরে বসেই মোবাইল লোকেশনের মাধ্যমে মাঠে ড্রোন পাঠাতে পারবেন।”

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

কৃষি দফতরের আধিকারিকদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে আগামী দিনে ধান চাষে এক নতুন বিপ্লব ঘটবে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষি আরও লাভজনক ও সহজ হয়ে উঠবে। ধীরে ধীরে এই প্রকল্প গোটা জেলার অন্যান্য ব্লকেও চালু করা হবে। বিশেষত যেখানে বড় জমিতে ধান চাষ হয়, সেখানে ড্রোনের ব্যবহার বিপ্লব আনতে পারে। শুধু ধান নয়, ভবিষ্যতে গম, ভুট্টা, ডাল, সবজি—সব ক্ষেত্রেই এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব। এখনও বহু কৃষক আধুনিক প্রযুক্তি ব্যবহারে সঙ্কোচ বোধ করেন। তবে এদিনের প্রদর্শনী দেখে গ্রামজুড়ে আলোড়ন পড়েছে।

অনেকেই বলছেন, এর ফলে কৃষিকাজ অনেকটা সহজ হয়ে যাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রযুক্তির এই ছোঁয়া কৃষকদের জীবনযাত্রা বদলে দেবে, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও আনবে নতুন গতি। কৃষি দফতরের আধিকারিকদের দাবি, আগামী দিনে পশ্চিমবঙ্গসহ সমগ্র দেশের কৃষি ব্যবস্থায় ড্রোনের ব্যবহার একটি বড় পরিবর্তন আনবে। জলবায়ু পরিবর্তন, শ্রমিক সমস্যা ও কীটনাশকের বাড়তি খরচের মতো সমস্যার সমাধানে এটি কার্যকর ভূমিকা রাখবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
ড্রোনে ধান চাষ: কাঁকসার মাঠে প্রযুক্তির বিপ্লব
News
ড্রোনে ধান চাষ: কাঁকসার মাঠে প্রযুক্তির বিপ্লব
:
কৃষি দফতরের দাবি, মাত্র কয়েক মিনিটেই বিস্তীর্ণ জমিতে সমানভাবে স্প্রে ছড়িয়ে দিতে সক্ষম এই প্রযুক্তি। এতে যেমন সময় ও পরিশ্রম বাঁচবে, তেমনই কম খরচে অধিক ফসল উৎপাদন সম্ভব হবে।
Published By
error: Content is protected !!