২৯ জুলাই থেকে চালু হয়ে যাবে শিবপুরের অজয়ের সেতু

২৯ জুলাই থেকে চালু হয়ে যাবে শিবপুরের অজয়ের সেতু
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সেতু তৈরি হয়ে গিয়েছিল। তবে নানা কারণে চালু হচ্ছিল না। অবশেষে ২৯ জুলাই  পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার শিবপুর ও বীরভূম (Birbhum) জেলার জয়দেবের মাঝে অজয়ের সেতু খুলে দেওয়া হবে বলে ঠিক হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরকালীন এই সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

শনিবার সেতু পরিদর্শনে যান পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পন্নামবলাম এস। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, গলসির বিধায়ক নেপাল ঘোড়ুই, কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য সহ বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সদস্যরা। ১৬৩ কোটি টাকা ব্যয়ে এই সেতু গড়ে উঠেছে। ভার্চুয়ালি উদ্বোধনের জন্য এখানে মঞ্চ তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

জেলাশাসক সেতুর কাজ খতিয়ে দেখেন। কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ হবে সে বিষয়ে ট্রাফিক পুলিশের আধিকারিকদের সাথে আলোচনা করেন। জেলাশাসক বলেন, “স্থায়ী সেতু এবং সেতুর সংযোগকারী রাস্তা নির্মাণ করেছে পূর্ত দফতর। সেতু এবং সংযোগকারী রাস্তার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের দিন জনপ্রতিনিধিরা, স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনিক আধিকারিকরা থাকবেন। ট্রাফিক ব্যবস্থা যাতে সঠিক থাকে, সেই বিষয়ে ট্রাফিক আধিকারিকদের সাথে কথা বলেছি।”

বীরভূম থেকে অজয়ের নতুন সেতু হয়ে যেসব ট্রাক, বাস বা গাড়ি ১৯ নম্বর জাতীয় সড়কে উঠবে, তাদের ভোগান্তির মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। কারণ, মুচিপাড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের উচ্চতা কম। জেলাশাসক বলেন, “আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (ট্রাফিক)-এর সাথে আমার কথা হয়েছে। পূর্ত দফতর থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ট্রাফিক বিভাগকে সঙ্গে নিয়ে আলোচনা করব। সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা চলছে।” এলাকাবাসী মহম্মদ নুরুল ইসলাম বলেন, “এই সেতু হওয়ায় আমরা খুব খুশি। যাতায়াতের সুবিধা হবে, ব্যবসা-বাণিজ্যের সুবিধা হবে, এলাকার উন্নয়ন হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
২৯ জুলাই থেকে চালু হয়ে যাবে শিবপুরের অজয়ের ব্রিজ
News
২৯ জুলাই থেকে চালু হয়ে যাবে শিবপুরের অজয়ের ব্রিজ
:
অবশেষে ২৯ জুলাই  পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার শিবপুর ও বীরভূম (Birbhum) জেলার জয়দেবের মাঝে অজয়ের সেতু খুলে দেওয়া হবে বলে ঠিক হয়েছে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!