কাঁকসার সুভাষপল্লীতে ফের সরকারি জমি দখল করার অভিযোগ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার সুভাষপল্লীতে ফের সরকারি জমি দখল করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, বুধবার ওই জমি তারকাটা দিয়ে ঘেরার চেষ্টা করা হয়। স্থানীয়রা বাধা দিতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, এই সরকারি জমি দীর্ঘদিন ধরে সুভাষপল্লীর বাসিন্দারা ব্যবহার করে আসছেন। সম্প্রতি কিছু জমি মাফিয়ার নজর পড়ে ওই জমির উপর। প্লট করে বিক্রি করার চেষ্টা করছে তারা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। গলসির প্রাক্তন বিধায়ক গৌড় মন্ডল সহ এলাকার অনেকে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিছুদিন বন্ধ থাকার পর বুধবার ফের সেই সরকারি জমি দখলের চেষ্টা হয়। কিন্তু এলাকার মানুষ সেই জমির উপর লাগানো তার ও পিলার ভেঙে দেয়। জমি দখলের চেষ্টার পিছনে কোনও প্রভাবশালীর হাত রয়েছে কী না সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

