দুর্গাপুর: পাঁচ কোটি টাকা লোন পাইয়ে দেওয়ার নাম করে সাড়ে ৩৬ লক্ষ টাকা লুঠে নেওয়ার অভিযোগে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ কাঁকসার বামুনাড়ার তপোবন সিটি থেকে একজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে অভিযুক্ত সজল মন্ডলকে গ্রেফতার করে মঙ্গলবার তাঁকে দুর্গাপুর আদালতে তোলা হয়। বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈদ্যুতিন সরঞ্জামের দোকানি ফুলঝোড়ের বিশ্বনাথ ঘোষকে তিনি নিজেকে আর্থিক সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অভিযোগ, ৫ কোটি টাকা লোন পাইয়ে দেবেন বলে ২০২৩ সালের ডিসেম্বরে প্রথমে প্রসেসিং ফি হিসাবে ৩৬ হাজার ৩৮১ টাকা নেন তিনি। এরপর লোনের নাম করে ধাপে ধাপে প্রায় সাড়ে ৩৬ লক্ষ টাকা তাঁর কাছে নেওয়া হয় বলে দাবি বিশ্বনাথের। যদিও শেষ পর্যন্ত ঋণ তিনি পাননি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
গত ২৬ অক্টোবর তিনি থানায় সজলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সোমবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। যদিও আদালত থেকে পুলিশের গাড়িতে ওঠার পথে সজল দাবি করেন, তিনি কারওর সঙ্গে কোনও প্রতারণা করেননি। তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি কোনও টাকা নেননি। যদিও পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে টাকা উদ্ধারের ব্যবস্থা করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।