দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় শহর। সূত্রের খবর, শুক্রবার রাত ন’টা নাগাদ ওই ছাত্রী তাঁর এক সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে খাবার খেতে বেরিয়েছিলেন। অভিযোগ, ঠিক সেই সময় পাঁচজন দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে। এরপর ছাত্রীর সহপাঠীকে ভয় দেখিয়ে সরিয়ে দিয়ে ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পরবর্তীতে সহপাঠী ছাত্রটি তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করান। বর্তমানে নির্যাতিতা কলেজের ওই হাসপাতালেই চিকিৎসাধীন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ছাত্রীটি ওডিশার বাসিন্দা। খবর পেয়ে রাতেই তাঁর পরিবারের সদস্যরা দুর্গাপুর রওনা দেন। ভোরে তাঁরা এসে পৌঁছান এবং মেয়ের সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করেন। ছাত্রী সমস্ত ঘটনা খুলে বলেন।
নির্যাতিতার পরিবারের দাবি, যে সহপাঠীর সঙ্গে মেয়েটি বাইরে গিয়েছিল, তাঁর ভূমিকা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, ঘটনার সময় তিনি কোনও রকম প্রতিরোধ না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত পুলিশ বা কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারি ভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি। নির্যাতিতার বাবা বলেন, “মেয়েকে পড়তে পাঠিয়ে এমন ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হবে, ভাবতেও পারছি না। মেয়েকে এখানে আর রাখব না।” নিরাপত্তার প্রশ্ন তুলে কলেজের অ্যাডমিনিস্ট্রেটরকে ঘেরাও করেন পড়ুয়ারা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )