দুর্গাপুর দর্পণ, ১৭ মে ২০২৪: এবার চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল দেব ঘনিষ্ঠের বিরুদ্ধে। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই বির্তকের মধ্যেই ফাঁস হল কল রেকর্ডিং। চাকরির নামে টাকা নেওয়ার বিষয়ক কথাবার্তা শোনা যাচ্ছে সেই রেকডিং-এ। এই কল রেকর্ডিং ফাঁস করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জানা গিয়েছে, অভিযোগ পেয়ে দেব বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আর এই কল রেকর্ডিংকে হাতিয়ার করেছে বিজেপি। দেব-ঘনিষ্ঠ রামপদ মান্নাকে মেয়ের চাকরির জন্য এজেন্ট মারফত টাকা দিয়েছিলেন গঙ্গেশ সাঁতরা। টাকার পরিমাণ প্রায় ২লক্ষ টাকা। চাকরি না পাওয়ায় ও টাকা ফেরত না পাওয়ায় ক্ষীরপাই পুরসভার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা পুলিশে অভিযোগ করেছিলেন। একটি সূত্রে জানা গিয়েছে, অভিযোগের পরে অভিযোগকারী টাকা ফেরত পেয়েছেন। তবে, এই ঘটনায় অস্বস্তিতে পড়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।