
দুর্গাপুর: মঙ্গলবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর সরকারি কলেজে আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজের মূল প্রবেশদ্বারের সামনে কলেজ চত্বরের রাস্তা ভরে ওঠে ছাত্র ছাত্রীদের হাতের রঙ বেরঙের আলপনায়। কলেজের ১৭টি বিভাগের প্রায় ৩০০ জন ছাত্র ছাত্রী আলপনা প্রতিযোগিতায় যোগ দেয়। বিচারকের ভূমিকায় ছিলেন তিন জন সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতী মহিলা।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কলেজের অধ্যক্ষ দেবনাথ পালিত জানান, গত ৬ বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। মোবাইল, ইন্টারনেট থেকে বেরিয়ে এসে স্বতস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় মেতে ওঠে কলেজের ছাত্র ছাত্রীরা। এবারের প্রতিযোগিতা বাণিজ্য বিভাগ প্রথম, সংস্কৃত বিভাগ দ্বিতীয় ও উদ্ভিদবিদ্যা বিভাগ তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা ঘিরে ছাত্র ছাত্রীদর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
