জঙ্গলের পাশে উন্মুক্ত পরিবেশে অভিনব আনন্দমেলা

জঙ্গলের পাশে উন্মুক্ত পরিবেশে অভিনব আনন্দমেলা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: ছাত্র সপ্তাহ উপলক্ষে কাঁকসার মলানদিঘি দুর্গাদাস বিদ্যামন্দির কর্তপক্ষ স্কুল চত্বরে নয়, আনন্দমেলার আয়োজন করেছিলেন উন্মুক্ত পরিবেশে, জঙ্গলের পাশে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা অংশ নেয়। কেউ বাড়ি থেকে বানিয়ে এনেছিল রকমারি খাবার আবার কেউ এনেছিল হাতের তৈরি সামগ্রী। কোনও স্টলের নাম ছিল ভুরিভোজ, খাইবার সেল, কোনওটার আবার ড এ ডজন। নিজের তৈরি খাবার বিক্রি করে জীবনে প্রথম উপার্জন করল পড়ুয়াদের অনেকে। আনন্দের ভাগ নিতে এসেছিলেন অভিভাবকেরাও। সব মিলিয়ে ভিড় ছিল চোখে পড়ার মত।

প্রধান শিক্ষক শোভনলাল সাহা, বাংলার শিক্ষক ব্রহ্মময় চট্টোপাধ্যায়, বিজ্ঞানের শিক্ষক পীযুষ মণ্ডল, কম্পিউটার সায়েন্সের শিক্ষক স্বর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়রা পুরো মেলার তত্বাবধানের দায়িত্বে ছিলেন। হাজির ছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা। সায়ন ভট্টাচার্য নামে সপ্তম শ্রেণীর এক পড়ুয়া বলে, “বাঁধাকপির পকোড়া নিয়ে এসেছি আজকের মেলায়। বিক্রিও ভালই হচ্ছে। জীবনে প্রথম কিছু টাকা উপার্জনও করলাম।”

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

প্রধান শিক্ষক বলেন,”পরীক্ষামূলকভাবে এই বছর এই আনন্দমেলা করা হল। উৎসাহ দারুণ। আগামী বছর আরও বড় আকারের হবে।” বাংলার শিক্ষক বলেন, “বিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা একসময় স্বপ্ন দেখতেন, জঙ্গলমহলে মাথা তুলে দাঁড়াবে এই বিদ্যালয়। পাড়া গ্রামের স্কুল আজ যে একেবারেই আধুনিকতার সাথে পা মিলিয়ে চলছে তা বলাই যায়। শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই হবে না সমস্ত কিছুই জেনে বুঝে এগিয়ে যেতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই ভাবনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Highlight
জঙ্গলের পাশে উন্মুক্ত পরিবেশে অভিনব আনন্দমেলা
News
জঙ্গলের পাশে উন্মুক্ত পরিবেশে অভিনব আনন্দমেলা
:
নিজের তৈরি খাবার বিক্রি করে জীবনে প্রথম উপার্জন করল পড়ুয়াদের অনেকে। আনন্দের ভাগ নিতে এসেছিলেন অভিভাবকেরাও। সব মিলিয়ে ভিড় ছিল চোখে পড়ার মত।
Published By
Durgapur Darpan

আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!