ডিএসপিতে শ্রমিক নেতাকে ঘিরে ক্ষোভ! উত্তেজনা

ডিএসপিতে শ্রমিক নেতাকে ঘিরে ক্ষোভ! উত্তেজনা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার দুপুরে ঠিকা শ্রমিকদের বোনাস ও মজুরী ইস্যুতে ব্যাপক উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি) ভেতরে। ঠিকাদারের লোকজনকে ঘিরে বিক্ষোভ হয়। আইএনটিটিইউসি সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বোনাস ও মজুরি নিয়ে সমস্যা চলছিল। সেই সমস্যার সমাধানে আলোচনার জন্য ঠিকাদারের লোকজনের কাছে গিয়েছিলেন কোর কমিটির সদস্য মানস অধিকারী।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

অভিযোগ, ঠিকা শ্রমিকদের প্রশ্নের জবাবে ঠিকাদারের লোকজন জানান, তাঁরা ইতিমধ্যেই মানস অধিকারীর সঙ্গে কথা বলেছেন। এরপরেই শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। মানস অধিকারীর উপরেও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। মানস অধিকারীর দাবি, অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তিনি বলেন, “আমি শ্রমিকদের সমস্যা সমাধানের জন্যই গিয়েছিলাম। আমাকে ঘিরে কেউ বিক্ষোভ দেখায়নি। আমি শ্রমিকদের হয়ে প্রতিবাদ করেছি।” ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
ঠিকা শ্রমিকদের পাওনা নিয়ে ডিএসপিতে শ্রমিক নেতাকে ঘিরে ক্ষোভ!
News
ঠিকা শ্রমিকদের পাওনা নিয়ে ডিএসপিতে শ্রমিক নেতাকে ঘিরে ক্ষোভ!
:
আইএনটিটিইউসি সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বোনাস ও মজুরি নিয়ে সমস্যা চলছিল। সেই সমস্যার সমাধানে আলোচনার জন্য ঠিকাদারের লোকজনের কাছে গিয়েছিলেন কোর কমিটির সদস্য মানস অধিকারী।
Published By
error: Content is protected !!