রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে পথকুকুরদের! কী করলেন দুর্গাপুরের ক্ষুব্ধ পশুপ্রেমীরা?

রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে পথকুকুরদের! কী করলেন দুর্গাপুরের ক্ষুব্ধ পশুপ্রেমীরা?
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দিল্লির রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে কুকুর। এমন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দিল্লির রাস্তা থেকে সরিয়ে পথকুকুরদের রাখতে হবে নির্দিষ্ট আশ্রয়স্থলে। এই রায় প্রকাশ হওয়ার পর থেকেই দেশজুড়ে পশুপ্রেমীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের পুর নিগমের মোড়ে রবিবার পশুপ্রেমীরা জড়ো হয়ে স্লোগান তোলেন, ‘রাস্তাই ওদের ঘর, বাঁচতে দাও ওদের’। অবন্তিকা শ্যামরায়ের নেতৃত্বে পথ কুকুরদের পক্ষে গর্জে ওঠেন পশুপ্রেমীরা। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান— একটাই দাবি, পথ কুকুরদের জায়গা রাস্তাতেই।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে পথকুকুরদের! কী করলেন দুর্গাপুরের ক্ষুব্ধ পশুপ্রেমীরা?
News
রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে পথকুকুরদের! কী করলেন দুর্গাপুরের ক্ষুব্ধ পশুপ্রেমীরা?
:
পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের পুর নিগমের মোড়ে রবিবার পশুপ্রেমীরা জড়ো হয়ে স্লোগান তোলেন, 'রাস্তাই ওদের ঘর, বাঁচতে দাও ওদের'।
Published By
error: Content is protected !!