দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ঝাড়গ্রামে গর্ভবতী হাতি হত্যার বিচার চেয়ে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে পথে নামলেন পশুপ্রেমীরা। ঝাড়গ্রামে গর্ভবতী হাতির পেটে জ্বলন্ত সলাকা ছুঁড়ে নৃশংস ভাবে হত্যা কার হয় হাতিটিকে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদের ঝড় উঠেছে দেশজুড়ে। রাস্তায় নেমেছেন হাজার হাজার পশুপ্রেমী। সেখানকার ডিএফও-র পদত্যাগের দাবি জানানো হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হচ্ছে। সমস্ত বন্যপ্রাণীর উপযুক্ত নিরাপত্তার দাবিও জানানো হচ্ছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
শুক্রবার বিকালে দুর্গাপুরের বেনাচিতির পাঁচমাথা মোড় থেকে পশুপ্রেমীরা প্রতিবাদ মিছিল শুরু করেন। বেনাচিতি বাজার জুড়ে চলে মিছিলটি। শেষ হয় ভিড়িঙ্গি মোড়ে। পশুপ্রেমী তারাশঙ্কর নাগ ও অবন্তিকা শ্যাম রায় চৌধুরী বলেন, “গর্ভবতী হাতিটিকে গরম সলাকা বিদ্ধ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে চরম নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঝাড়গ্রামে প্রতিনিয়ত হাতি দেখা যায়। হাতি তাড়ানোর জন্য হুলাপার্টি রয়েছে। সেই হুলাপার্টি প্রশিক্ষণপ্রাপ্ত নয়। বনদফতরেও যথেষ্ট কর্মী নেই। আমরা এই ঘটনার জন্য বন দফতরতেই দায়ী করছি। আমরা ডিএফও-র পদত্যাগ চাইছি। কেন নির্মমভাবে হত্যা করা হলো গর্ভবতী হাতিটিকে, পূর্ণাঙ্গ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি আরজি করের নৃশংস ঘটনারও বিচার চাইছি আমরা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।