বিশ্ব সঙ্গীত দিবসের সন্ধ্যা মাতিয়ে দিলেন অনিন্দিতা মুখোপাধ্যায়

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবসের সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের তথ্য কেন্দ্রের বিধানচন্দ্র রায় স্মৃতি সভাগৃহে আয়োজিত হল পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় পরিবেশিত একক সঙ্গীতের অনুষ্ঠান। তাঁর গাওয়া ‘ধনধান্য পুষ্প ভরা’ অডিও-ভিডিও অ্যালবামটিও প্রকাশিত হয় এদিন।
অনিন্দিতা মূলত শান্তিনিকেতন, বিশ্বভারতী এবং বিশিষ্ট সঙ্গীতজ্ঞদের কাছে সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছেন। প্রশাসনিক কাজকর্মে ব্যস্ততার জন্য সঙ্গীত চর্চারয় যথেষ্ট সময় দেওয়ার সুযোগ পান না। তবু সঙ্গীতের সঙ্গে তাঁর যোগ নিবিড়। তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতির একাধিক অ্যালবাম ইতিপূর্বে জনপ্রিয়তা অর্জন করেছে। এদিনের অনুষ্ঠানে তাঁর পরিবেশিত রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, রজনীকান্ত সেনের গান, আধুনিক বাংলা গান, হিন্দি সিনেমার গানে পরিপূর্ণ সভাগৃহের শ্রোতারা মোহিত হন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ’র চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন মহানাগরিক তথা বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়, সমাজসেবী সুদেব রায়, অনিন্দিতার দীর্ঘ দিনের সঙ্গীত প্রশিক্ষক বুদ্ধদেব সেনগুপ্ত সহ শিল্পী, সাহিত্যিক, সমাজসেবী, বহু বিশিষ্ট মানুষ এবং গুণমগ্ধ শ্রোতারা। অনিন্দিতা মুখোপাধ্যায়ের গানের সঙ্গে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন নীলোৎপল বাবুসোনা, বুদ্ধদেব দাস, অভিনাশ ও তপন মন্ডল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

