দুর্গাপুর গৌড়ীয় মঠে আয়োজিত হল বার্ষিক উৎসব

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে গৌড়ীয় মঠে আয়োজিত হল বার্ষিক উৎসব। শ্রীধাম নবদ্বীপস্থ শ্রীগৌড়ীয় বেদান্ত সমিতির অন্যতম শাখা হল দুর্গাপুরের শ্রীকৃতিরত্ন মঠ। গত ২১ ও ২২ মার্চ দুর্গাপুর স্টিল টাউনশিপের চৈতন্য এভিনিউতে এই গৌড়ীয় মঠে ওম বিষ্ণুপাদ শ্রী শ্রী ১০৮ পর্যটক গোস্বামী মহারাজের করুণায় নানা কর্মসূচীর মাধ্যমে দুই দিন ব্যাপী ৩২ তম বার্ষিক মহোৎসবের আয়োজন করা হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মঠ রক্ষক শ্রীভক্তি বেদান্ত তীর্থ মহারাজ জানান, উক্ত অনুষ্ঠানে শ্রী মহাজন পদাবলী কীর্তন, হরিদ্বার, বৃন্দাবন, নবদ্বীপ সহ বিভিন্ন মঠ থেকে আগত সন্নাসীদের বক্তৃতা, ইষ্ট গোষ্ঠী, চৈতন্য ভাগবত পাঠ, ভক্তি শাস্ত্র পাঠ ও ব্যাখ্যা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে দুদিনই বিভিন্ন এলাকা থেকে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। প্রথম দিন সকালে গৌড়ীয় মঠ থেকে বেনাচিতি বাজার পর্যন্ত প্রভাতী নগরকীর্তনে অংশ নেন মঠের সাধুদের সঙ্গে ভক্তরা। শেষ দিনে শ্রীবৃন্দাবন, নবদ্বীপ ধাম থেকে আগত সাধুরা সারাদিন শ্রীমহাজন পদাবলী কীর্তন, ধর্মীয় নানা আলোচনায় অংশ নেন। মধ্যাহ্নে মঠে আগত সমস্ত ভক্তকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
