দুর্গাপুরের দুই কলেজের বার্ষিক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উন্মাদনা

দুর্গাপুর: Dr. B.C.Roy College of Pharmacy and AHS (BCRCP) এবং Dr. B.C. Roy Polytechnic (BCRP) এর যৌথ উদ্যোগে সম্প্রতি আয়োজিত হল জমজমাট বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান VEDYANTRA 2K25। প্রদীপ জ্বালিয়ে গত ১ ফেব্রুয়ারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন Dr. B.C.Roy Society এর সম্পাদক তরুণ ভট্টাচার্য, BCRCP এর অধ্যক্ষ অধ্যাপক সমীর কুমার সামন্ত এবং BCRP এর অধ্যক্ষ অধ্যাপক চন্দন কুমার ঘোষ।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে শুরু হয় সাংস্কতিক অনুষ্ঠান। দুই কলেজের পড়ুয়ারা মেতে ওঠে নাচ, গান, যন্ত্রসঙ্গীত, আবৃত্তি সহ নানা অনুষ্ঠানে। মঞ্চ মাতিয়ে দেয় স্নেহা ঘোষ, অর্চিতা পাঁজা, ঋতৃষা অধিকারি, অঙ্কিতা নন্দ, বিশ্বজিৎ মন্ডল অ্যান্ড ট্রুপ, বিবেক দত্ত, পৃথা ব্যানার্জি, স্নেহা তিওয়ারি, অপূর্ব বটব্যাল, তৃষা চ্যাটার্জি অ্যান্ড ট্রুপ, অরিজিৎ মন্ডল, নিশু রায় অ্যান্ড ট্রুপ, শ্রাবনী দাস, অঙ্কিতা কুয়ার এবং সুরজিৎ পাঁজা, সুনীপা দে, ঈশান গরাই, দিশা বাগ, দেবাঙ্গী সিহি, স্নেহা বিশোই এবং মৈনাক কোনার অ্যান্ড ট্রুপের পারফর্মেন্স।(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মধ্যাহ্ন ভোজের পরে শুরু হয় BCRCP এর পড়ুয়া ও ফ্যাকাল্টিদের চিত্তাকর্ষক ফ্যাশন শো। এরপর সাগ্নিক অ্যান্ড ট্রুপের গানে মেতে ওঠেন উপস্থিত সবাই। সন্ধ্যায় কলেজের পড়ুয়া চেতন সেনগুপ্তের নেতৃত্বে মেট্রোপলিটান ব্যান্ডের পারফর্মেন্সে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। সব শেষে অতিথি শিল্পী সেঁজুতি দাসের মনোজ্ঞ লাইভ পারফর্মেন্স সমগ্র অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। বাড়ি ফেরার পথেও উৎসবের রেশ রয়ে যায় সবার মনে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
