দুর্গাপুরে দ্বাদশ উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের জন্য দারুণ সুযোগ এনে দিল APAI

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে এক দিনের ‘প্রি-কাউন্সেলিং অ্যান্ড এডুকেশন ফেয়ার’ এর আয়োজন করা হয় শনিবার। Association of Professional Academic Institutions (APAI) এই মেলার আয়োজক। ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, ম্যানেজমেন্ট, ইমার্জিং টেকনোলজি বিষয়ক রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংগঠন হল APAI। দ্বাদশ উত্তীর্ণ ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকদের নানা প্রশ্নের উত্তর পেতে সাহায্য করার উদ্দেশ্যে প্রতি বছর এই সংস্থা এই মেলার আয়োজন করে থাকে। দুর্গাপুরের এই মেলা থেকে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ই-কাউন্সেলিংয় প্রক্রিয়া শুরুর আগে এই এলাকার ছাত্র ছাত্রীরা সেরা কলেজ এবং সেরা কোর্স সম্পর্কে ধারণা পাবে বলে জানান উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ
জানা গিয়েছে, আগে শুধু কলকাতাতেই এই মেলার আয়োজন করা হতো। তবে জেলার ছাত্র ছাত্রী ও অভিভাবকদের কথা ভেবে এ বছর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এই মেলার আয়োজন করা হচ্ছে। দুর্গাপুরের মেলায় দক্ষিণবঙ্গ ও কলকাতার প্রায় ৪০টি কলেজ, বিশ্ববিদ্যালয় মেলায় স্টল দিয়েছে। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা সেই সব স্টলে ঘুরে ঘুরে কোন কলেজে কোন কোর্স পড়ানো হয়, কোর্স শেষে কেমন প্লেসমেন্ট মেলে, কী কী স্কলারশিপ রয়েছে, আগামীতে কোন ধরণের জবের চাহিদা বাড়তে চলেছে, এমন নানা প্রশ্নের উত্তর সরাসরি জানতে পারছে। ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে বিশেষ করে মেলায় Artificial Intelligence, Data Science, Internet of Things (IoT), Robotics, Blockchain, Food Technology, Biomedical Sciences প্রভৃতি বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন APAI এর সাধারণ সম্পাদক তথা সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী। তিনি জানান, রাজ্যের প্রতিটি ছাত্র ছাত্রীর কাছে কেরিয়ার গাইডেন্স পৌঁছে দিতে বদ্ধপরিকর APAI । সভাপতি তথা জিআইএস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তরণজিৎ সিং জানান, জেলার ছাত্র ছাত্রীদের আরও কাছে পৌঁছাতে এই প্রথম বার জেলায় মেলার আয়োজন করা হচ্ছে। মেদিনীপুর ও শিলিগুড়ির পরে এদিন দুর্গাপুরে মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যতম মূল বক্তা ছিলেন APAI গভর্নিং বডির সদস্য তথা দুর্গাপুরের Dr. B.C. Roy Society এর সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য। তিনি জানান, APAI সংস্থা গড়ে ওঠায় যেমন বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়ের সুবিধা হয়েছে তেমনই ছাত্র ছাত্রীরাও অনেক বড় প্লাটফর্ম পাচ্ছে। এর ফলে তাদেরও সুবিধা হচ্ছে। এই ধরণের মেলা আয়োজনের ফলে বিশেষ করে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা কেরিয়ারের দিশা খুঁজে পাবে।
শিক্ষা বিষয়ক আলোচনায় অংশ নিয়ে Dr. B.C. Roy Engineering College (BCREC) এর অধ্যক্ষ ড. সঞ্জয় এস পাওয়ার জানান, ইঞ্জিনিয়ারিং পাঠক্রমে শিল্পক্ষেত্রের চাহিদার প্রতিফলন থাকা জরুরী। ডিপিএস, দুর্গাপুরের অধ্যক্ষ উমেশ চন্দ্র জয়সওয়াল স্কুল জীবনেই উচ্চশিক্ষার জন্য ছাত্র ছাত্রীদের প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলা দরকার বলে জানান। এছাড়া আলোচনায় অংশ নেন নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের প্রধানশিক্ষক ড.কলিমুল হক, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের অধ্যক্ষ সুকুমার মহাপাত্র। সব শেষে ধন্যবাদজ্ঞাপক বক্তব্য রাখেন APAI এর কোষাধ্যক্ষ তথা ডিপিএস রুবি পার্ক, ডিপিএস দুর্গাপুর ও ওম দয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার কলেজের প্রো ভাইস চেয়ারম্যান অলোক টিবরেওয়াল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

