হঠাৎ ধোঁয়ায় ঢেকে গেল পুরো এলাকা, শুরু হলো শ্বাসকষ্ট, ছড়িয়ে পড়ল আতঙ্ক

হঠাৎ ধোঁয়ায় ঢেকে গেল পুরো এলাকা, শুরু হলো শ্বাসকষ্ট, ছড়িয়ে পড়ল আতঙ্ক
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, জামুড়িয়া: আচমকা ঘন ধোঁয়ায় ঢেকে গেল পুরো এলাকা। শুরু হল শ্বাসকষ্ট। আতঙ্ক ছড়িয়ে পড়ল স্থানীয়দের মধ্যে। মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জামুড়িয়ার নিউকেন্দা এলাকার ঘটনা। সেখানকার বাউড়ি পাড়া, মন্ডল পাড়া, মাঝি পাড়া প্রভৃতি এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। হাজারের উপর মানুষ এখানে বসবাস করেন। এখনই ব্যবস্থা না নিলে আরও বড় বিপদ হতে পারে বলে আশঙ্কা তাঁদের।

ইসিএলের কেন্দা এরিয়ার অন্তর্গত নিউ কেন্দা কোলিয়ারির নিউ কেন্দা ওসিপি থেকে এদিন সকালে ব্যাপক হারে ধোঁয়া বেরেতো শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। হৈ চৈ শুরু হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওখানে যে খনি রয়েছে, সেই খনি থেকেই ধোঁয়া বের হচ্ছে। গত প্রায় ২ বছর ধরে কার্যত সব সময় ধোঁয়া বের হয়। ভিতরে আগুন জ্বলে। জল দিলে ধোঁয়া হয়ে বের হয়।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এদিন সকালে প্রবল বৃষ্টি হয়। এরপরেই ব্যাপক হারে ধোঁয়া বেরোতে শুরু করে বলে জানান স্থানীয়রা। পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। শ্বাস নিতে সমস্যায় পড়েন অনেকে। অবিলম্বে ব্যবস্থা না নিলে ভূমিধ্বসের ঘটনাও ঘটতে পারে, আরও বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তাঁরা। অবিলম্বে ইসিএলের কাছে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
হঠাৎ ধোঁয়ায় ঢেকে গেল পুরো এলাকা, শুরু হলো শ্বাসকষ্ট, ছড়িয়ে পড়ল আতঙ্ক
News
হঠাৎ ধোঁয়ায় ঢেকে গেল পুরো এলাকা, শুরু হলো শ্বাসকষ্ট, ছড়িয়ে পড়ল আতঙ্ক
:
এদিন সকালে ব্যাপক হারে ধোঁয়া বেরেতো শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
Published By
error: Content is protected !!