জোটেনি জেলা সম্মান, কাজাখস্থানে শুটিংয়ে জোড়া সোনা জয় করল আসানসোলের অভিনব

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিশ্ব মঞ্চে ফের একবার দেশের মুখ উজ্জ্বল করল সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার আসানসোলের শুটার অভিনব সাউ ৷ সম্প্রতি কাজাকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জয় করেছে ১৭ বছরের অভিনব ৷ ব্যক্তিগত জুনিয়র ইভেন্টে দশ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছে সে ৷ এছাড়াও দলগত ইভেন্টেও একটি সোনা জিতেছে অভিনব ৷ অভিনবের সোনা জয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সম্প্রতি আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, আসানসোল পুরনিগম ও দুর্গাপুর নগর নিগম আয়োজিত দুর্গাপুরে জেলা সম্মান অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী মলয় ঘটক জানিয়েছিলেন, অভিনব ১৪ বার সোনা জিতেছে। সারা দেশের গর্ব সেই অভিনবকে তিনি এখানে দেখবেন বলে আশা করেছিলেন। আগামী দিনে যাতে এই প্রতিভা যথাযথ সম্মান পায়, সেদিকে নজর দিতে হবে বলে উদ্যোক্তাদের উদ্দেশ্যে মন্তব্য করেন তিনি। এর মাত্র কয়েকদিনের মধ্যেই ফের আন্তর্জাতিক মঞ্চে বাজিমাত করল অভিনব। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
