টাউনশিপে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এটিএম লুঠ, আতঙ্ক এলাকায়

টাউনশিপে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে এটিএম লুঠ, আতঙ্ক এলাকায়
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুরে ভয়াবহ ATM লুঠ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: যাতে কেউ দেখতে না পায় সেজন্য আগে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে এলাকা অন্ধকার করে দিল দুষ্কৃতীরা। এরপর লুঠপাট চালালো এটিএমে। সকালে খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে আসে পুলিশ। বেলার দিকে আসেন ব্যাঙ্কের লোকজন। দুষ্কৃতীদের এমন তান্ডব দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে কঠোর সাজা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের দুর্গাপুর কেমিক্যালস কলোনির ঘটনা। 

শনিবার সকালে টাকা তুলতে এসে স্থানীয়রা দেখেন, এটিএম মেশিনটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এটিএম কাউন্টারের বাইরে লাগানো সিসি ক্যামেরা উধাও। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় কাউন্টারের সামনে। খবর পেয়ে কোকওভেন থানা থেকে পুলিশ আসে। কলোনিতে দুষ্কৃতীদের বাড়বাড়ন্তের বিরুদ্ধে সরব হয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়রা।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

যে কোয়াটার্সের একতলায় এটিএম কাউন্টারটি রয়েছে, সেই কোয়ার্টার্সের দোতলায় থাকেন শ্যামাপ্রসাদ সাঁই। তিনি বলেন, “টাউনশিপে পাওয়ার সাপ্লাই অফ করে দিয়ে দুষ্কৃতীরা এটিএম ভেঙেছে। আমরা আতঙ্কিত।” আর এক বাসিন্দা সুদিন ঠাকুর বলেন, “টাউনশিপের মাঝে থাকা এটিএম কাউন্টারে যদি এভাবে দুষ্কৃতীরা হানা দেয়, তাহলে আমাদের সুরক্ষা কোথায়? আমরা চরম আতঙ্কে রয়েছি। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Published By
error: Content is protected !!