সকাল থেকে অটো-মিনিবাস বন্ধ শহরে, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

সকাল থেকে অটো-মিনিবাস বন্ধ শহরে, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিনা নোটিশে সকাল থেকে অটো-মিনিবাস বন্ধ পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরে। আগাম না জানতে পেরে রাস্তায় বেরিয়ে চরম নাজেহাল যাত্রীরা। মিনিবাস ও অটো মালিক সংগঠনের অভিযোগ, টোটোর দৌরাত্মে যাত্রী মিলছে না। তাই প্রতিবাদে দুর্গাপুরের সমস্ত মিনিবাস ও অটো বন্ধ রেখেছে মিনিবাস ও অটো মালিক সংগঠন। সপ্তাহের প্রথম দিনে চরম ভোগান্তিতে যাত্রীরা।

দুর্গাপুর মহকুমায় প্রায় আড়াইশো মিনিবাস চলে। অটো চলে দুই হাজারের বেশি। একই সঙ্গে মিনিবাস ও অটো বন্ধ থাকায় অফিস যাত্রী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই চরম ভোগান্তির মুখে পড়েছেন। মিনিবাস মালিক সঞ্জয় কর্মকার বলেন, টোটোর বাড় বাড়ন্তে মিনিবাসে যাত্রী কমছে। ক্ষতির মুখে পড়তে হচ্ছে। মহকুমাশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলাম। দুই মাসের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস মিলেছিল। কিছু হয়নি। 

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

তাঁর আরও দাবি, ট্যাক্স বাড়ছে। বাসের রক্ষণাবেক্ষণের খরচ বাড়ছে। কিন্তু যাত্রী কমছে। কর্মী ও মালিক, সবাই সমস্যায়। তাঁর হুঁশিয়ারি, টোটো দিয়েই যদি দুর্গাপুরের পরিবহণ সমস্যা মিটে যায় মিটুক। প্রশাসন যদি তাই চায় তাহলে কিছু করার নেই। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মিনিবাস বন্ধ থাকবে বলে দাবি করেন তিনি। অন্যদিকে, অটো মালিক সুদর্শন বেড়া বলেন, “টোটোর দাপটে আমাদের নাজেহাল অবস্থা। আমাদের সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে। ট্যাক্স দিই। টোটোর দাপটে যাত্রী মিলছে না। অভিযোগ করেছি মহকুমা প্রশাসনের কাছে। কিন্তু কোনও কাজ হয়নি। তাই আমরা যৌথভাবে মিনিবাস ও অটো বন্ধ রেখেছি।”

মহকুমা হাসপাতালে যাবেন বলে বেরিয়েছিলেন বাসন্তী মিশ্র। প্রান্তিকা বাসস্ট্যান্ডে এসে দেখেন বাস চলছে না। তিনি বলেন, “চরম সমস্যায় পড়ে গেলাম। কীভাবে হাসপাতালে যাব বুঝতে পারছি না।” নিত্যযাত্রী নীলিমা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ বাস বন্ধ রয়েছে সকাল থেকে। আমাদের খুব সমস্যা হচ্ছে। তবুও আমরা সমর্থন করছি। টোটোর জন্য বাসের সমস্যা হচ্ছে।  সেই জন্য বাস বন্ধ রেখেছে।” তিনি আরও জানান, টোটোর কোনও নিরাপত্তা নেই। কোনও কাগজপত্র নেই, টোটো বেআইনি। মিনিবাস আর অটো সংগঠনের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
সকাল থেকে অটো-মিনিবাস বন্ধ শহরে, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা
News
সকাল থেকে অটো-মিনিবাস বন্ধ শহরে, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা
:
বিনা নোটিশে সকাল থেকে অটো-মিনিবাস বন্ধ পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরে। আগাম না জানতে পেরে রাস্তায় বেরিয়ে চরম নাজেহাল যাত্রীরা। 
Published By
Durgapur Darpan
error: Content is protected !!