দুর্গাপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতীদের সংবর্ধনা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতীদের সংবর্ধনা প্রদান করা হয়। নগর নিগমের তথ্যকেন্দ্র সভাগৃহে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়। দুর্গাপুর মহকুমার মোট ১৬৮ জন ছাত্রছাত্রীকে এদিন সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান হরেরাম সিংহ, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং এডিডিএ–র চেয়ারম্যান শ্রী কবি দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল সভাপতি পার্থ দেবাশিস, টিএমসিপি জেলা সভাপতি অভিনব মুখার্জি, মাধ্যমিক পরীক্ষার কনভেনর রাজীব মুখার্জি, সংগঠনের জেলা সভাপতি গান্ধীপ্রসাদ নুনিয়া সহ অন্যান্যরা। জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকেরা অনুষ্ঠানে যোগ দেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অনুষ্ঠানের সূচনায় গোপালমাঠ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি দাস সঙ্গীত পরিবেশন করেন। হরেরাম সিংহ এবং নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি ড. কালিমুল হক। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
