Breaking. সেই রাতে বাবলু যাদব-ই গাড়িটা চালাচ্ছিল, জানালেন এসিপি

দুর্গাপুর: গাড়িটি পানাগড়ের কাওয়ারিপট্টির ব্যবসায়ী বাবলু যাদবের। সেই রাতে গাড়িটি বাবলুই চালাচ্ছিল। জানালেন এসিপি (কাঁকসা) সুমন কুমার জসোয়াল। খুব শীঘ্র বাবলু ও তার সঙ্গীদের পুলিশ ধরে ফেলবে বলে আশ্বাস দেন এসিপি (কাঁকসা)। রবিবার মাঝ রাতে পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার যুবতী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী তথা নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (২৭)।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
গাড়ির রেষারেষি থেকেই ঘটনাটি ঘটেছে বলে সিসিটিভির ফুটেজ দেখিয়ে সোমবার সন্ধ্যায় দাবি করেন পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। যদিও এদিনই সকালে যুবতীর গাড়ির চালক সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, যুবতীকে প্রথমে দুষ্কৃতীরা কটুক্তি করে। এরপর গাড়ি নিয়ে পিছু ধাওয়া করে যুবতীর গাড়িকে ধাক্কা মেরে উল্টে দেয় দুষ্কৃতীরা। তবে ইভটিজিংয়ের কোনও ঘটনা ঘটেনি এবং লিখিত অভিযোগেও তার উল্লেখ নেই বলে দাবি করেন পুলিশ কমিশনার।
দুর্ঘটনার পরে আশপাশের লোকজনের ভয়ে গাড়ি ফেলে পালিয়ে যায় বাবলু ও তার সঙ্গীরা। পুলিশ গাড়ির নম্বর পরীক্ষা করে জানতে পারে গাড়িটি বাবলু যাদবের। তবে বাবলু গাড়িতে ছিল কী না তা নিশ্চিত করে বলতে পারেনি। তবে মঙ্গলবার দুপুরে এসিপি জানিয়ে দিলেন, গাড়িটি বাবলুই চালাচ্ছিল। পুলিশ ওর বাড়িতে গিয়েছিল। তার ও সঙ্গীদের খোঁজ চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
