বীরভূমের মহম্মদ বাজারে জমজমাট বাহা উৎসব

দুর্গাপুর দর্পণ, মহম্মদবাজার: রবিবার বীরভূমের (Birbhum) মহম্মদবাজার থানার ম্যানেজারপাড়ায় বাহা উৎসবে মেতে উঠল আদিবাসী সমাজের মানুষজন। সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা। সার্জম ও মাতকম গাছের নিচে পুজোর আয়োজন করা হয় এদিন। পুজো শেষে বিশেষ অতিথিদের বরণ করার পর বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগনা মহলের জেলা সভাপতি খোকা সরেন, সমাজসেবী সাধন সিংহ প্রমুখ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
Highlight

News
বীরভূমের মহম্মদ বাজারে জমজমাট বাহা উৎসব
:সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা। সার্জম ও মাতকম গাছের নিচে পুজোর আয়োজন করা হয় এদিন।
Published By
Arpita Majumder
Durgapur Darpan