বাংলায় ভূমিপুত্রদের সংরক্ষণ চাই, আসানসোলে বিশাল মিছিল বাংলা পক্ষের

দুর্গাপুর দর্পণ, আসানসোল: ভিন রাজ্যে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অথচ এই রাজ্যে দেড় কোটির বেশি সংখ্যক ভিন রাজ্যের মানুষ বিভিন্ন কাজকর্ম করছেন। অবিলম্বে বাংলায় ভূমিপুত্রদের সংরক্ষণের দাবিতে রবিবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার আসানসোলে মিছিল বের করে বাংলা পক্ষ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
আসানসোল বাস স্ট্যান্ড থেকে আশ্রম মোড় পর্যন্ত মিছিল হয়। বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ড. গর্গ চট্টোপাধ্যায় ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু করার দাবি জানান। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি সহ অন্যান্যরা। সবার প্রশ্ন, পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন। এই অবস্থায় বাংলার কাজ যদি ভিন রাজ্যের মানুষের দখলে থাকে, তাহলে পরিযায়ীদের কাজের ব্যবস্থা কোথায় হবে? (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
