ক্ষুদ্র এবং মাঝারি শিল্পপতিদের ঋণ প্রদান

ক্ষুদ্র এবং মাঝারি শিল্পপতিদের ঋণ প্রদান
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুক্রবার ক্ষুদ্র এবং মাঝারি শিল্পপতিদের ঋণ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে। দুর্গাপুর বণিক সভার সহযোগিতায় দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের শিল্পপতিদের ঋণ প্রদান করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে বণিক সভার কার্যালয়ে এই অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর বণিক সভার সভাপতি চন্দন দত্ত, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দুর্গাপুর জোনের জোনাল ম্যানেজার সঞ্জীব আগরওয়াল প্রমুখ। ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প পরিচালনার জন্য ঋণ দানের নানা স্কিম রয়েছে। এর ফলে উপকৃত হন উদ্যোগপতিরা।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
ক্ষুদ্র এবং মাঝারি শিল্পপতিদের ঋণ প্রদান
News
ক্ষুদ্র এবং মাঝারি শিল্পপতিদের ঋণ প্রদান
:
দুর্গাপুর বণিক সভার সহযোগিতায় দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের শিল্পপতিদের ঋণ প্রদান করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে বণিক সভার কার্যালয়ে এই অনুষ্ঠানটি হয়।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!