ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেটস-র সঙ্গে চুক্তিবদ্ধ হল দুর্গাপুরের দুই কলেজ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ড. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (BCREC) এবং ড. বি. সি. রায় অ্যাকাডেমি অফ প্রফেশনাল কোর্সেস (BCRAPC) সমঝোতা পত্র সাক্ষর করল ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেটস (NISM) এর সঙ্গে। ১৩ আগস্ট BCREC বোর্ডরুমে NISM এর সাথে সমঝোতা পত্র স্বাক্ষর হয়। দুটি কলেজের জন্য দুটি পৃথক সমঝোতা পত্র সাক্ষর হয়। NISM এর পক্ষে উপস্থিত ছিলেন AGM শুভায়ু দাস। অন্য়দিকে, BCREC এর তরফে ছিলেন অধ্যক্ষ ড. সঞ্জয় এস পাওয়ার এবং BCRAPC এর তরফে ছিলেন অধ্যক্ষ ড. রাজীব রায়।
প্রসঙ্গত, NISM হল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, যা অ্যাকাডেমিক সহযোগিতা জোরদার করতে এবং সিকিউরিটিজ মার্কেট বিষয়ক জ্ঞানের প্রসারে সহায়তা করে। সমঝোতা পত্র সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্নেল সিং, প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈকত মৈত্র, সোসাইটির সদস্য রীতা সিং। এছাড়াও ছিলেন BCREC এর সহ অধ্যক্ষ ড. কে. এম. হোসেন, BCRAPC এর অধ্যক্ষ ড. রাজীব রায় এবং ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. সোমরূপ সিদ্ধান্ত।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সমঝোতা চুক্তির মধ্যে NISM কোর্সগুলিকে অ্যাকাডেমিক পাঠ্যক্রমের সাথে একীভূত করা, বিনামূল্যে ফ্যাকাল্টি ডেভলপমেন্ট কর্মসূচী, শিল্প সংশ্লিষ্ট পড়াশোনার সুযোগ বৃদ্ধি, প্লেসমেন্ট সহায়তা, সামার স্কুল সহ ক্যাম্পাসে একটি এনআইএসএম টেস্ট সেন্টার স্থাপনের বিষয়গুলি রয়েছে। সব মিলিয়ে এই সমঝোতা চুক্তি দুই কলেজের ছাত্র ছাত্রীদের শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী দক্ষ হয়ে উঠতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
