চিকিৎসক দিবসে দুই খ্যাতনামা চিকিৎসককে সংবর্ধনা দিল বিসিআরইসি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রয়াত মুখ্যমন্ত্রী ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিবসে দুই খ্যাতনামা চিকিৎসককে সংবর্ধনা দিল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (বিসিআরইসি)। রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে ডঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজে বছরভর নানা কর্মসূচী নেওয়া হচ্ছে। তারই অংশ হিসাবে এবারের চিকিৎসক দিবস একটু অন্যভাবে উদযাপন করা করেছে। এদিন ডঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করা হয়। আজীবন সেবার স্বীকৃতি হিসাবে দুর্গাপুরের দুই বিশিষ্ট চিকিৎসক, সিনিয়র জেনারেল ফিজিশিয়ান ডঃ বিদ্যুৎ বরণ সেনাপতি এবং সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ডঃ মলয় নন্দীকে সংবর্ধনা দেওয়া হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ডঃ বি. সি. রায় সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈকত মৈত্র, সোসাইটির কোষাধ্যক্ষ জার্নেল সিং, সোসাইটির সহ-সভাপতি মিতা মিত্র এবং বিশিষ্ট সদস্য সাধনা শিকদার, রীতা সিং এবং ডঃ অঙ্কিতা মিত্র তাঁদের হাতে রজতজয়ন্তী বর্ষের স্মারক এবং সম্মাননা সনদ তুলে দেন। তরুণ ভট্টাচার্য বলেন, “রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে দুই প্রখ্যাত চিকিৎসককে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।” এর আগে বিসিআরইসি-র অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস. পাওয়ার তার সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিদের স্বাগত জানান। দুই চিকিৎসক সম্মান গ্রহণের পরে ডঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষের প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

