সতর্কতা সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে আন্তঃকলেজ বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করল BCREC

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: সতর্কতা সচেতনতা সপ্তাহ (Vigilance Awareness Week) পালন উপলক্ষে বুধবার দুর্গাপুরের ফুলঝোড়ের Dr. B. C. Roy Engineering College-এ (BCREC) আন্তঃকলেজ বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (SAIL) সঙ্গে যৌথ উদ্যোগে কলেজের Entrepreneurship Development Cell (EDC) এই প্রতিযোগিতার আয়োজন করে। কলেজের অ্যালবার্ট আইনস্টাইন সেমিনার হলে আয়োজিত ওই প্রতিযোগিতায় দুর্গাপুরের ৬ টি কলেজের প্রায় ৩০ জন পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নেন।কলেজে ২৩-৩০ অক্টোবর সতর্কতা সচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে। এবারের থিম: Culture of Integrity for Nation’s Prosperity। দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে কলেজের প্রবেশপথে এবারের থিম উল্লেখ করে বড় ব্যানার লাগানো হয়েছে। সপ্তাহ জুড়ে কুইজ, স্লোগান তৈরি সহ বিভিন্ন রকম কর্মকান্ডের আয়োজন করা হচ্ছে বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। বুধবার প্রথম দিন এবিষয়ে আন্তঃকলেজ বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দুর্গাপুরের ৬টি কলেজ থেকে প্রায় ৩০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় যোগ দেন।(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

প্রতিযোগিতা শুরুর আগে উপস্থিত সবাই দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করেন। কলেজের অধ্যক্ষ সঞ্জয় এস পাওয়ার তাঁর স্বাগত ভাষণে দেশকে আত্মনির্ভর করে তুলতে ব্যক্তি ও সংস্থার সততার গুরুত্বের কথা তুলে ধরেন। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সংস্থার সতর্ক নজরদারির আওতায় স্বনির্ভর করে তোলার উপর জোর দেন তিনি। সেলের সিজিএম (ভিজিল্যান্স) তথা ACVO – DSP & ASP প্রদীপ ভারাহন অন্যান্য ভিজিল্যান্স আধিকারিকদের নিয়ে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পরে EDC এর কো-অর্ডিনেটর অধ্যাপক কৃষ্ণ রায়, সিনিয়ার ম্যানেজার (PR) সৌভিক কুমার চন্দ্রকে নিয়ে উপস্থিত বিশিষ্টদের সংবর্ধনা জানান। একই সঙ্গে CVC ওয়েবসাইটে গিয়ে অনলাইনে দুর্নীতি বিরোধী শপথ গ্রহণের আর্জি জানান তাঁরা। বিশিষ্ট বিচারকদের একটি প্যানেল প্রতিযোগীদের বক্তব্যের বিষয়বস্তু, মৌলিকত্ব ও উপস্থাপনা বিচার করে তাঁদের মূল্যায়ন করেন। অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অধ্যাপক কৃষ্ণ রায়, অধ্যাপক দীপ্ত চৌধুরী, অধ্যাপক আনন্দপ্রভা মজুমদার, সৌমিত্র গোস্বামী, অধ্যাপক সায়ন্তী সামন্ত। UCO Bank এর সঙ্গে যৌথ উদ্যোগে কলেজের Entrepreneurship Development Cell আগামী ২৮ অক্টোবর সতর্কতা সচেতনতা সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করবে বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

সতর্কতা সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে আন্তঃকলেজ বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করল BCREC
সতর্কতা সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে আন্তঃকলেজ বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করল BCREC
কলেজের অ্যালবার্ট আইনস্টাইন সেমিনার হলে আয়োজিত ওই প্রতিযোগিতায় দুর্গাপুরের ৬ টি কলেজের প্রায় ৩০ জন পড়ুয়া এই প্রতিযোগিতায় অংশ নেন।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!