দুর্গাপুরের স্কুল পড়ুয়াদের আগামীর দিশা দেখাতে ‘এডুসক্ষম ২০২৫’ আয়োজন করল BCREC

দুর্গাপুরের স্কুল পড়ুয়াদের আগামীর দিশা দেখাতে ‘এডুসক্ষম ২০২৫’ আয়োজন করল BCREC
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: স্কুল পড়ুয়াদের আগামীর দিশা দেখাতে গ্রান্ড এডুকেশন কনক্লেভ ‘এডুসক্ষম ২০২৫’ আয়োজন করল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ড. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (BCREC)। কলেজের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে বর্ষব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হচ্ছে। তারই অংশ হিসাবে মঙ্গলবার সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহের বিপিন চন্দ্র পাল সভাগৃহে ‘এডুসক্ষম ২০২৫’ এর আয়োজন করা হয়। জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাভাবনার মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে স্কুল পড়ুয়াদের অনুসন্ধিৎসু তরুণ মনকে আরও সমৃদ্ধ করে তোলাই ছিল এই কনক্লেভ আয়োজনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে দুর্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠিত স্কুলের প্রায় ১০০ জন পড়ুয়া অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের অধ্যক্ষরা। চারটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়। অংশ নেন অধ্যক্ষ, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং স্কুলের মনস্তাত্ত্বিক পরামর্শদাতারা। স্কুল শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, স্কুল শিক্ষায় দক্ষতা প্রশিক্ষণের গুরুত্ব, স্কুল শিক্ষায় জাতীয় শিক্ষানীতির প্রভাব এবং স্কুল শিক্ষায় মনস্তাত্ত্বিক পরামর্শের গুরুত্ব সম্পর্কে তাঁরা আলোচনা করেন।(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

শুরুতে স্বাগত ভাষণ দেন BCREC-এর অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস. পাওয়ার। এরপর মূল বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের মাকাউট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা ডঃ বি. সি. রায় সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈকত মৈত্র। সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য এবং রীতা সিং, সাধনা সিকদার সহ অন্যান্য সদস্যরা ছাড়াও কলেজের ফ্যাকাল্টি ও কর্মীরা প্যানেলিস্ট এবং অতিথিদের অভিনন্দন জানান।

Rakhi Combo Package: 1 Fridge Magnet, 2 Premium Rakhis, 1 Best Wishes Greeting Card. You can Buy here: https://amzn.to/3Uenhjh

প্রতিটি প্যানেল ডিসকাশনের শেষে প্রশ্নোত্তর পর্ব এবং কুইজ সহ ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়। এর ফলে উপস্থিত পড়ুয়ারা নানা প্রশ্নের উত্তর জাতে পারে। এর ফলে কর্মসূচীটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। সোসাইটির অন্তর্গত চারটি কলেজের অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস. পাওয়ার, ডঃ সমীর কুমার সামন্ত, ডঃ অরিজিৎ কুমার ব্যানার্জি এবং ডঃ রাজীব রায় অনুষ্ঠানটি পরিচালনা করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটির জনসংযোগ বিভাগের অন্যতম আধিকারিক অমিতাভ ঘোষ। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দুর্গাপুরের স্কুল পড়ুয়াদের আগামীর দিশা দেখাতে 'এডুসক্ষম ২০২৫' আয়োজন করল BCREC
News
দুর্গাপুরের স্কুল পড়ুয়াদের আগামীর দিশা দেখাতে 'এডুসক্ষম ২০২৫' আয়োজন করল BCREC
:
জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাভাবনার মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে স্কুল পড়ুয়াদের অনুসন্ধিৎসু তরুণ মনকে আরও সমৃদ্ধ করে তোলাই ছিল এই কনক্লেভ আয়োজনের মূল উদ্দেশ্য।
Published By
error: Content is protected !!