পড়ুয়াদের ইন্ডাস্ট্রির উপযুক্ত করে তুলতে গুরুত্বপূর্ণ এইচআর কনক্লেভ এর আয়োজন করল BCREC

পড়ুয়াদের ইন্ডাস্ট্রির উপযুক্ত করে তুলতে গুরুত্বপূর্ণ এইচআর কনক্লেভ এর আয়োজন করল BCREC
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শুধু প্রথাগত পড়াশোনা করলেই হবে না। নিয়োগকারী সংস্থা কী চাইছে, সেই অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। বাজারের চাহিদা অনুযায়ী নিজেকে গড়তে হবে। তবেই চাকরির বাজারে মিলবে গুরুত্ব। বিভিন্ন সংস্থার এইচআর বিভাগের আধিকারিকদের নিয়ে শুক্রবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ড. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজে (BCREC) এইচআর কনক্লেভ এর আয়োজন করা হয়। সেখানে তাঁরা পড়ুয়াদের এই সংক্রান্ত নানা বিষয়ে পরামর্শ দেন।

ড. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের বর্ষব্যাপী রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসাবে এদিন দুলাল মিত্র অডিটোরিয়ামে ওই এইচআর কনক্লেভের আয়োজন করা হয়। বিভিন্ন বিখ্যাত সংস্থার এইচআর পেশাদাররা যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানের থিম ছিল, “Workforce 2030: Shaping the Next Gen. Talent Frontiers.”। এই কনক্লেভের উদ্দেশ্য ছিল, বর্তমান চাকরির বাজারের দক্ষতার চাহিদা পূরণের জন্য এবং নিজেদের আরও কর্মসংস্থানযোগ্য করে তোলার জন্য কীভাবে নিজেদের গড়ে তুলবে সে সম্পর্কে পড়ুয়াদের প্রয়োজনীয় দিশা দেখানো।

স্বাগত বক্তব্য রাখেন ড. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক সঞ্জয় এস পাওয়ার। তিনি ছাড়াও প্যানেলিস্টদের সম্মানিত করেন কলেজ সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈকত মৈত্র, সোসাইটির কোষাধ্যক্ষ জার্নেল সিং, সোসাইটির সহকারী সম্পাদক রীতা সিং। কনক্লেভে যোগদানের জন্য সকল প্যানেলিস্টকে ধন্যবাদ জানান তরুণবাবু।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

প্রথম প্যানেলের মূল বক্তব্য রাখেন ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড রিক্রুটমেন্ট লিড (ভারত) জেরক্স – লেক্সমার্ক এর অনুরাগ কীর্তি। বিষয় ছিল, “Bridging the Campus–Corporate Gap: What IT Companies Expect from Fresh Graduates?” প্যানেল ডিসকাশনের প্রথম অধিবেশনে সফটওয়্যার সেক্টরের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। ক্যাম্পাস রিক্রুটমেন্ট অ্যান্ড এনগেজমেন্টস (পূর্ব ভারত) কগনিজেন্টের এইচআর ম্যানেজার অভিক চক্রবর্তী, উইপ্রোর রিজিওনাল লিড, টেকনিক্যাল ক্যাম্পাস হায়ারিং (পূর্ব ভারত) অভিষেক দত্ত, সেলিবাল টেকনোলজিসের প্রধান – ক্যাম্পাস রিক্রুটার অ্যান্ড লিড এন্টারপ্রাইজ সেলস (জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড রিজিয়ন) সার্থক আচার্য্য, সিনিয়র স্পেশালিস্ট ট্যালেন্ট অ্যাকুইজিশন এলটিআই মাইন্ডট্রি ঋতুপর্ণা ধর, সিনিয়র স্পেশালিস্ট, ট্যালেন্ট অ্যাকুইজিশন, এলটিআই মাইন্ডট্রি অনুষ্কা ঘোষ উপস্থিত ছিলেন। অধিবেশনটি পরিচালনা করেন ড. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের ম্যানেজার, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল, দীপরাজ মণ্ডল। প্যানেলিস্টরা পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন এবং তরুণ পেশাদারদের মধ্যে কোম্পানিগুলি যে দক্ষতা এবং গুণাবলী আশা করে, সে সম্পর্কে তাদের ধারণা দেন।

দ্বিতীয় অধিবেশনের বিষয় ছিল “Reimagining Careers in the Core Sector: Challenges, Competencies, and Opportunities in the Era of AI Disruption and Geopolitical Context.” প্যানেল আলোচনার দ্বিতীয় অধিবেশনে কোর সেক্টরের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। মাইথন পাওয়ার লিমিটেডের প্রধান- বিজনেস এইচআর সুপ্রতীক মুখার্জি, সুপ্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট প্রমোদ কুমার সোয়াইন, আধুনিক কর্পোরেশন লিমিটেডের এইচআর ম্যানেজার সুপ্রতীম সিনহা, অন্ডালের ডিভিসি-ডিএসটিপিএস এর ডিজিএম শ্রীকান্ত গেদালা। দ্বিতীয় অধিবেশনটি পরিচালনা করেন ড. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাসোসিয়েট অধ্যাপক ড. সন্দীপ মুখার্জি। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
পড়ুয়াদের ইন্ডাস্ট্রির উপযুক্ত করে তুলতে গুরুত্বপূর্ণ এইচআর কনক্লেভ এর আয়োজন করল BCREC
News
পড়ুয়াদের ইন্ডাস্ট্রির উপযুক্ত করে তুলতে গুরুত্বপূর্ণ এইচআর কনক্লেভ এর আয়োজন করল BCREC
:
বর্তমান চাকরির বাজারের দক্ষতার চাহিদা পূরণের জন্য এবং নিজেদের আরও কর্মসংস্থানযোগ্য করে তোলার জন্য কীভাবে নিজেদের গড়ে তুলবে সে সম্পর্কে পড়ুয়াদের প্রয়োজনীয় দিশা দেখানো।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!