সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তদান করলেন বিসিআরইসি-র শিক্ষার্থীরা

কলেজ শিক্ষার্থীদের মানবিক উদ্যোগ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডা. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের (BCREC) শিক্ষার্থীরা বরাবর নানা সমাজকল্যাণমূলক কর্মসূচীতে যোগ দিয়ে থাকেন। শুক্রবার তেমনই এক কর্মসূচীতে তাঁরা যোগদান করেন। সঙ্গে ছিলেন কলেজের ফ্যাকাল্টিরাও। এদিন কলেজের ইন্ডাকশন টিম এবং এনএসএস ইউনিটের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
শিবিরটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডঃ সঞ্জয় এস. পাওয়ার এবং দুর্গাপুর মিশন হাসপাতালের রক্ত সঞ্চালন বিভাগের প্রধান ডঃ পৃথ্বী রাজ। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। দুর্গাপুর মিশন হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত এই শিবিরে মোট ৯৩ জন শিক্ষার্থী এবং ফ্যাকাল্টি রক্তদান করেন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে ভবিষ্যতেও কলেজের শিক্ষার্থীরা এমন কর্মসূচীতে অংশ নেবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )