BCREC-র রজতজয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে সৃজনীতে চাঁদের হাট

BCREC-র রজতজয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে সৃজনীতে চাঁদের হাট
WhatsApp Group Join Now
Instagram Group Join Now
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের (BCREC) রজতজয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত, উদ্ভাবক, শিক্ষা সংস্কারক এবং পরিবেশবিদ সোনম ওয়াংচুক। এছাড়া এয়ার চিফ মার্শাল (অবসরপ্রাপ্ত) অরূপ রাহা বিশেষ অতিথি হিসাবে এবং পদ্মভূষণ শিল্পী পণ্ডিত অজয় ​​চক্রবর্তী সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 
কারিগরি শিক্ষায় গৌরবোজ্জ্বল যাত্রার ২৫ বছর উপলক্ষে কলেজের পক্ষ থেকে বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বুধবার সমাপনী উপলক্ষে সকালে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিকেলে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় সৃজনীতে। বিশিষ্ট অতিথিদের পাশাপাশি, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাম্বলম, মহকুমাশাসক ড. সৌরভ চ্যাটার্জী, রামকৃষ্ণ মিশন আশ্রম আসানসোলের সচিব স্বামী সোমাত্মানন্দ মহারাজ, কলেজের উপদেষ্টা অধ্যাপক অনুপম বসু প্রমুখ। কলেজের সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, সভাপতি ডঃ সত্যজিৎ বোস, প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈকত মৈত্র এবং কলেজের কোষাধ্যক্ষ জার্নেল সিং বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানান।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সঞ্জয় এস. পাওয়ার। এরপর বক্তব্য রাখেন ডঃ সত্যজিৎ বোস, জেলাশাসক এবং তরুণ ভট্টাচার্য। ২০৫০ সাল পর্যন্ত কলেজের ভবিষ্যৎ অগ্রগতির রোডম্যাপ তুলে ধরেন তরুণবাবু। ডঃ বি.সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ সোসাইটির অধীন চারটি কলেজের পড়ুয়া, ফ্যাকাল্টি, কর্মীরা ছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যক্তিরা মঞ্চ থেকে কলেজের রজতজয়ন্তী উপলক্ষে ‘Reflection 25’ নামে বিশেষ স্মারক উন্মোচন করেন।
অনুষ্ঠানে সোনম ওয়াংচুক বিকল্প শিক্ষা এবং পরিবেশগত উদ্বেগের উপর ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে বক্তব্য রাখেন। তিনি ডঃ বি.সি. রায়ের অবদানের কথা উল্লেখ করেন। বিশ্বব্যাপী পরিবেশগত সংকট কাটাতে তাপ স্থানান্তর, কৃত্রিম হিমবাহ তৈরির মতো উদ্ভাবনী পদক্ষেপের কথা তুলে ধরেন। প্রতিটি মানুষ কীভাবে এই সংকটময় পরিস্থিতি দূর করতে অবদান রাখতে পারে, সে বিষয়ে উৎসাহ দেন তিনি। ছাত্র ছাত্রীদের নিজস্ব উদ্ভাবন কাজে লাগিয়ে দেশের সাধারণ মানুষের সেবা করার মাধ্যমে জাতির উন্নয়নে অবদান রাখার পরামর্শ দেন তিনি। অরূপ রাহা কলেজ কর্তৃপক্ষকে ২৫ বছরের সাফল্যের জন্য অভিনন্দন জানান। ইউরোপ ও আমেরিকায় শিল্প বিদ্রোহের বিভিন্ন দিক তুলে ধরে পড়ুয়াদের প্রতি ভারতের জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি উদ্ভাবনের বিষয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানান। অনুষ্ঠানের বাড়তি পাওনা ছিল পণ্ডিত অজয় চক্রবর্তীর মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
Highlight
BCREC-র রজতজয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে সৃজনীতে চাঁদের হাট
News
BCREC-র রজতজয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে সৃজনীতে চাঁদের হাট
:
ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত, উদ্ভাবক, শিক্ষা সংস্কারক এবং পরিবেশবিদ সোনম ওয়াংচুক, এয়ার চিফ মার্শাল (অবসরপ্রাপ্ত) অরূপ রাহা এবং পদ্মভূষণ শিল্পী পণ্ডিত অজয় ​​চক্রবর্তী উপস্থিত ছিলেন।
Published By
error: Content is protected !!