দুর্গাপুর: কল সেন্টারের আড়ালে অনলাইন যৌনচক্রের ফাঁদ পেতে টাকা হাতানোর ঘটনা সামনে এসেছে দুর্গাপুরে। গ্রেফতার করা হয়েছে দুই জনকে। চক্রের মূল মাথার খোঁজ শুরু করেছে পুলিশ। দুর্গাপুরের কাঁকসার আড়রা এলাকার ঘটনা। সেখানে বাড়ি ভাড়া নিয়ে এই চক্র চলছিল বলে পুলিশ জানিয়েছে।
ধৃতরা হল ঝাড়খণ্ডের গিরিডির কুন্দন মন্ডল ও ঝাড়খণ্ডের হাজারিবাগের বিষ্ণুদেব প্রসাদ। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে কাঁকসা থানার আড়া এলাকায় কল সেন্টার চালানোর নাম করে বাড়ি ভাড়া নিয়ে ঘাঁটি গেড়েছিল তারা। ভুয়ো কল সেন্টারের আড়ালে অনলাইনে যৌনচক্রের ফাঁদ পাতে সিন্টু মন্ডল, কুন্দন মন্ডল ও বিষ্ণুদেব প্রসাদ। বিশেষ অ্যাপসের মাধ্যমে একের এক মহিলার সঙ্গে পুরুষের যৌন মিলনের ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকেই পাঠাতো। এরপরেই তাদের কাছে মোটা টাকা দাবি করা হতো। টাকা না দিলে সেই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখানো হত।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এভাবে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। গত মে মাসে কাঁকসা থানার মলানদিঘি ফাঁড়িতে একটি অভিযোগ হয়। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে। তদন্তে ওই তিন জনের নাম উঠে আসে। বৃহস্পতিবার বিকেলে কাঁকসার বামুনাড়া এলাকায় বাইক নিয়ে যাচ্ছিল তারা। তখন কাঁকসা থানার পুলিশ সেখানে হানা দেয় এবং দুই জনকে গ্রেফতার করে। তাদের ব্যাগ থেকে বাজেয়াপ্ত করা হয় তিনটি ভুয়ো আধার কার্ড, চারটি মোবাইল ফোন ও ছটি এটিএম কার্ড। সিন্টু পালিয়ে যায়। ধৃতদের শুক্রবার তোলা হয় দুর্গাপুর আদালতে। বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, সিন্টুর খোঁজে তল্লাশি চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।