দুর্গাপুরে চলছে ‘বেঙ্গল কাপ’ অল বেঙ্গল টেনিস ক্রিকেট টুর্নামেন্ট! উন্মাদনা চরমে

১৬ জেলা নিয়ে চলছে টুর্নামেন্ট
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার থেকে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে ভগৎ সিং স্টেডিয়ামে শুরু হয়েছে ‘বেঙ্গল কাপ’– অল বেঙ্গল টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। রাজ্যের ১৬ টি জেলা থেকে দল এসেছে এই প্রতিযোগিতায় যোগ দিতে। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আয়োজক কমিটির পক্ষে দেবাঞ্জন চক্রবর্তী ও কাব্য ঘোষ জানিয়েছেন, প্রতিদিন ৫টি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার প্রথম দিন শেষ আটে পাঁছায় পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর দল। বুধবার দ্বিতীয় দিন শেষ আটে পৌঁছায় পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুর দল। সেমি ফাইনালে ওঠা দলগুলিকে ১৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। চ্যাম্পিয়ন দল পাবে ৪ লক্ষ টাকা এবং রানার্স দল পাবে ৩ লক্ষ টাকা। ম্যান অব দ্যা সিরিজ-কে দেওয়া হবে ইলেকট্রিক স্কুটি। এছাড়াও রয়েছে বহু আকর্ষণীয় পুরস্কার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )