এক ছাদের তলায় B.Com, M.Com, CA, CMA; দিশা দেখাচ্ছে দুর্গাপুরের ‘কমলিকা দত্ত টিউটোরিয়াল হাব’

গণেশ পুজোকে কেন্দ্র করে পড়ুয়াদের মিলনমেলা
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সাধারণত, কমার্স নিয়ে পড়াশোনা করতে গিয়ে বেশ জটিল সমস্যার মুখে পড়তে হয় ছাত্র ছাত্রীদের। একাদশ-দ্বাদশে একরকম হল। এরপর গ্রাজুয়েশনও পেরোলো। কিন্তু কমার্স নিয়ে কেরিয়ার গড়তে গেলে কার্যত একাদশ, দ্বাদশ শ্রেণী থেকেই পড়াশোনার অভিমুখ নির্দিষ্ট করে নিতে নয়। তা না হলে সাফল্য মেলা কঠিন। কারণ, কমার্স নিয়ে পড়াশোনা করে সাফল্যের শিখরে পৌঁছাতে গেলে সঠিক পথ ধরে পেরোতে হয় ‘লং জার্নি’। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ‘কমলিকা দত্ত টিউটোরিয়াল হাব’ (যোগাযোগ-7908890529,9474351363) কমার্সের ছাত্র ছাত্রীদের জন্য নিয়ে এসেছে সেই সুবর্ণ সুযোগ।
কমলিকা দত্ত। বিধানচন্দ্র ইনস্টিটিউশন ফর গার্লসের শিক্ষিকা। তিনি পড়াতে ভালোবাসেন। তিনি চান, কমার্স নিয়ে পড়াশোনা করে কেরিয়ারের উচ্চ শিখরে পৌঁছে যাক ছেলে-মেয়েরা। ২০১৭ সালে তিনি নিজের বাড়িতেই মাত্র ১ জন পড়ুয়াকে নিয়ে উদ্যোগ শুরু করেন। আজ ৫০ জন অফলাইনে কোচিং নেয়। অনলাইনে আরও অন্তত ৫০ জন। প্রতি বছর কমলিকা বাড়িতে গণেশ পুজোর আয়োজন করে থাকেন। সেই পুজোয় প্রতিষ্ঠানের সব ছাত্র ছাত্রীরা সমবেত হয়ে থাকে। রবিবার ছিল সেই দিন। গণেশ পুজো উপলক্ষে একাদশ, দ্বাদশ, B.Com, M.Com, CA, CMA সহ সব ছাত্র ছাত্রীরা হাজির হয়েছিল। কমলিকা জানান, ছাত্র ছাত্রীরা তাঁর বৃহত্তর পরিবারের অংশ। এই সব ছাত্র ছাত্রীদের কেউ কেউ ৬-৭ বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছে। পড়াশোনার টানা রুটিনের মাঝে গণেশ পুজোর দিনে সবাই মিলে হৈ চৈ করে একটা অন্যরকম দিন কাটে।
রবিবার পুজোয় এসেছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়। তিনি বলেন, “কমলিকা একা নিজের হাতে এত ছেলে-মেয়েকে সঠিক কোচিং দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন। আজকালকার ছাত্র ছাত্রী ও তাদের বাবা-মায়েরা অনেক বেশি ওয়াকিবহাল। তাই তারা খুঁজে খুঁজে এখানেই আসেন কোচিং এর জন্য। ছাত্র ছাত্রীদের নিয়ে খুব সুন্দর করে গণেশ পুজোর আয়োজন করেছে কমলিকা। আমিও দেখে গেলাম।” কমলিকা বলেন, “অনেক ছাত্র ছাত্রী কোচিং নেওয়ার জন্য বাইরে থেকে এখানে এসে ঘর ভাড়া করে থাকে। ভবিষ্যতে রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ছাত্র ছাত্রীরা জানায়, কমার্স নিয়ে পড়াশোনা করে কেরিয়ার গড়তে গেলে দীর্ঘদিন ধরে ধারাবাহিক পড়াশোনার মধ্যে দিয়ে যেতে হয়। একাদশ শ্রেণীতে ঢুকে কলেজ, সঙ্গে CA বা CMA। লম্বা সময়ের ব্যাপার। তাই পড়াশোনাটা প্রথাগত পদ্ধতিতে হলে উৎসাহ ধরে রাখা কঠিন হয়। সেখানে ‘কমলিকা দত্ত টিউটোরিয়াল হাবে’ পড়ানো হয় কার্যত খেলাচ্ছলে, লাইভ উদাহরণ সহযোগে। ফলে কখনও একঘেয়েমি আসে না। তেমনই এক ছাত্রীর কথায়, “কমলিকা ম্যাডাম আমাদের বেস্ট মোটিভেটর। আমি কলেজে কমার্স নিয়ে ভর্তি হয়েছে। সঙ্গে CA প্রশিক্ষণ নিচ্ছি। গ্রাজুয়েশনের সঙ্গে CA, একসঙ্গে সামলানো আমার জন্য কঠিন ব্যাপার। সেটা উনি এমনভাবে সামলে নেন, এত সুন্দর ভাবে সব দিক থেকে গাইড করেন, আমার সব চাপ উধাও হয়ে যায়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
