রূপান্তরকামীদের জন্য বড় খবর, চালু হল আয়ুষ্মান ভারত টিজি কার্ড

দুর্গাপুর দর্পণ, কলকাতা: পশ্চিমবঙ্গে সরকারি ভাবে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়নি। এখানে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প চলে। তবে রূপান্তরকামীদের বিষয়টি দেখে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক। আয়ুষ্মান ভারত প্রকল্পে রূপান্তরকামীদের স্বাস্থ্যবিমার সুবিধা প্রদান করতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের মধ্যে ২০২২ সালে মউ সাক্ষরিত হয়। সেই প্রকল্পের আওতায় রূপান্তরকামীদের জন্য বার্ষিক ৫ লাখ টাকা পর্যন্ত বিমা ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার প্রথম বারের মতো রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে এক রূপান্তরকামীর আয়ুষ্মান ভারত টিজি (ট্রান্সজেন্ডার) কার্ড করানো হয়েছে বলে রূপান্তরকামীদের সংগঠন সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের স্মাইল প্রকল্পের আওতায় এই সুবিধা পাচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষজন। তাঁদের উন্নয়নে কাজ করে চলেছে ‘গোখেল রোড বন্ধন’ নামে একটি সংস্থা। তৃতীয় লিঙ্গের মানুষজনের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা নেওয়া সমাজকর্মী রঞ্জিতা সিনহার তত্বাবধানে সংস্থার উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষজনের আবাস গরিমা গৃহ আশ্রয়কেন্দ্রে বসবাসকারী একজন এদিন আয়ুষ্মান ভারত টিজি কার্ড হাতে পেয়েছেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এরপর তৃতীয় লিঙ্গের সবার এই কার্ড তৈরির কাজ হবে। এই সুবিধা পেতে ট্রান্সজেন্ডার শংসাপত্র এবং আধার কার্ড লাগবে। সাধারণ রোগব্যাধির চিকিৎসার পাশাপাশি লিঙ্গ পরিবর্তন, হরমোন থেরাপি, মানসিক স্বাস্থ্য সহ নানা চিকিৎসা করাতে পারবেন রূপান্তরকামীরা। আপাতত ১০টি হাসপাতালে তাঁরা চিকিৎসা করাতে পারবেন। হাসপাতালগুলি হল বিআর সিং রেলওয়ে হাসপাতাল শিয়ালদহ, লিলুয়া রেল হাসপাতাল, আসানসোল রেল হাসপাতাল, খড়গপুর রেল হাসপাতাল, আদ্রা রেল হাসপাতাল, বানারহাট টি এস্টেট হাসপাতাল, সিএপিএফ সিএইচ বিএসএফ কলকাতা হাসপাতাল সল্টলেক, রেল হাসপাতাল গার্ডেনরিচ, রেল হাসপাতাল মালদা এবং ইউনিট হাসপাতাল ৬৩ নম্বর ব্যাটেলিয়ন এসএসবি হাসপাতাল বারাসত। ভবিষ্যতে হাসপাতালের সংখ্যা আরও বাড়বে বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
