লোডশোডিং হতেই উধাও হয়ে গেল বাইক, চাঞ্চল্য বিষ্ণুপুরে

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: লোডশোডিং হতেই উধাও হয়ে গেল বাইক। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার বিষ্ণুপুর বাসস্ট্যান্ড এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, বিষ্ণুপুর বাসস্ট্যান্ড এলাকায় সাইকেল সারাইয়ের দোকান রয়েছে স্থানীয় বাসিন্দা উজ্জ্বল ঘোষের। অন্যান্য দিনের মত শুক্রবারও বাইক নিয়ে দোকানে এসেছিলেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পাশের একটি দোকানে বাইকটি রেখেছিলেন। সন্ধ্যায় লোডশেডিং হওয়ায় এলাকা অন্ধকারে ঢেকে যায়। সাড়ে আটটার সময় দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় দেখেন, বাইকটি নেই। এভাবে বাইক উধাও হয়ে যাওয়ার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ আসে। তদন্তে নেমেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

