গ্রীষ্মের দাবদাহে গড় জঙ্গলের পাখিরা খাবারের খোঁজে ভিড়ছে লোকালয়ে

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৭ ডিগ্রি। চৈত্রের মাঝামাঝিতেই নাজেহাল দশা সবার। এই পরিস্থিতির মাঝে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসার গড় জঙ্গলে জ্বলছে লাগাতার আগুন। খাবারের সংকট। বিভীষিকাময় অবস্থায় বসবাস করছে বন্য প্রাণীরা। সকাল হলেই খাবারের খোঁজে পাখিদের বেরোতে দেখা যাচ্ছে।
গড় জঙ্গলে বাস করছে বহু টিয়া পাখি। তাদের মধ্যে অন্যতম চন্দনা। সেই চন্দনা পাখিদের দেখা যাচ্ছে গড় জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ডুমুর গাছে ডুমুর ফল খেতে ভিড় জমাচ্ছে চন্দনা পাখিরা। বেলা গড়াতেই আবার জঙ্গলের কোনও জলাশয়ের ধারে চলে যাচ্ছে। তাই বিশেষ নজরদারি শুরু করেছে দুর্গাপুর বনাঞ্চল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
শিবপুর বিট অফিসার অনুপ কুমার মন্ডল বলেন, “এই সময় জলের সংকট দেখা দেয়। গড় জঙ্গলেও রয়েছে বেশ কিছু বন দফতরের জলাশয়। সেগুলিতে জলস্তর নেমে গিয়েছিল। বন দফতর থেকে পাম্প চালিয়ে কিছুটা করে জল ভরা হয়েছে। এই জলাশয়গুলিতে ভিড় জমাচ্ছে পাখিরা। কিছু কিছু পাখি খাবারের সন্ধানে লোকালয়ে আসছে। সেই পাখিগুলোর যাতে কোনও ক্ষতি না হয় সেজন্য বন দফতরের কর্মীরা বাড়তি নজরদারি চালাচ্ছেন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
