দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাংলাদেশের পোস্টার, বিক্ষোভ বিজেপির

দুর্গাপুর: দুর্গাপুর মহকুমা হাসপাতালের দেওয়ালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো দেওয়া পোস্টার ঘিরে শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালের সুপার ধীমান মন্ডলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিষয়টি আমি জানি না। তবে এই ধরনের লোগো ব্যবহার করা যেতে পারে না। কে লাগিয়েছে, কেন লাগানো হয়েছে, খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।” এরপর সেই পোস্টার সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
শনিবার প্রতিবাদ জানাতে হাসপাতালে হাজির হন বিজেপির চিকিৎসক সেলের সদস্যরা। সঙ্গে ছিলেন দলের নেতা কর্মীরা। সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন তাঁরা। শেষ পর্যন্ত সুপার গাফিলতির কথা কার্যত স্বীকার করে নেন। তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে খুঁজে বের করা হবে, কে এই পোস্টার লাগিয়েছে। পুলিশকেও জানানো হয়েছে। বিজেপির পক্ষ থেকে সুপারের হাতে স্মারকলিপি দেওয়া হয়।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
